রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৩:৪৮:২৩

হাসপাতালে অস্ট্রেলিয়ার কোচ

হাসপাতালে অস্ট্রেলিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ডিপ ভেইন থ্রম্বোসিস নামক রোগে আক্রান্ত  হওয়ায় টিম অস্ট্রেলিয়ার কোচ লেম্যানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ প্রসঙ্গে জন ওর্চার্ড বলেছেন, ‘আজ সকালেই  তিনি (লেম্যান) পায়ের ফোলার বিষয়টি স্টাফদের জানান।’

তার অনুপস্থিতিতে অধীনস্থ কোচ মাইকেল ডি ভিনুটো ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলের ভার নেবেন।

উল্লেখ্য, যারা উড়োজাহাজে দীর্ঘ পথ পাড়ি দেন তাদের অনেকেরও এমনটি হতে পারে।

২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে