রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৩:৫৫:১৪

ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসির র‌্যাঙ্কিং যা হবে

ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসির র‌্যাঙ্কিং যা হবে

স্পোর্টস ডেস্ক : ভারত ও অস্ট্রেলিয়া ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সিরিজের ফলাফল আমূল পরিবর্তন আনবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। বড় একটি ধস নামতে পারে অস্ট্রেলিয়ার র‌্যাঙ্কিংয়ে।

অন্যদিকে ভারতীয় ক্রিকেটেও আসতে পারে বড় আঘাত। আগামী মঙ্গলবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এখনো ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। ভারতের অবস্থান আট নম্বরে। ভারতের পয়েন্ট ১১০ ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮।

৩ ম্যাচের টি-টোয়েন্টিতে ভারতের কাছে অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ হলে ভারতের পয়েন্ট হবে ১২০। আর তাহলে দুই নম্বরে নেমে যাবে ১১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজ। সেরা দল হবে ভারত।

একই সাথে দ্বিতীয় স্থান থেকে আট নম্বরে নেমে যাবে অস্ট্রেলিয়া। অন্যদিকে ভারত হোয়াইট ওয়াশ হলে অস্ট্রেলিয়া নাম্বার ওয়ান হবে। পয়েন্ট হবে ১২৪।

আর ভারতের পয়েন্ট হবে ১০৩। তবে আট নম্বরে থাকা ভারতের অবস্থান থাকবে অপরিবর্তিত। ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতলে অস্ট্রেলিয়া নেমে যাবে ৬ষ্ঠ স্থানে।

ভারত উঠবে সাতে। আটে নামবে পাকিস্তান। দুইয়ে উঠবে শ্রীলঙ্কা। তাহলে যথাক্রমে ৩, ৪ ও ৫ নম্বরে থাকবে থাকবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা।

আর অস্ট্রেলিয়া ২-১ এ  সিরিজ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১২০। তবেও নাম্বার ওয়ান হবে টিম অস্ট্রেলিয়া।
২৪ জানুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে