রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৭:২০

বিশ্বে মেসি ১ নাম্বার, নেইমার ২!

বিশ্বে মেসি ১ নাম্বার, নেইমার ২!

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল তারকা বর্তমান ফুটবল বিশ্বে এক নাম্বারে অবস্থান করছেন। আর দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে বার্সেলোনার ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার বলে মনে করেন তাদের ক্লাব সতীর্থ সুয়ারেজ। এমনকি অচিরেই তিনি (নেইমার) শ্রেষ্ঠত্বের আসনে বসবেন বলে দাবি এই উরুগুয়েন তারকার।

বর্তমানে মেসি, নেইমার ও সুয়ারেজের জুটিবদ্ধ আক্রমণ ভাগটা ফুটবলের ইতিহাসে যেকোনো দলের বিপক্ষে শ্রেষ্ঠত্বের তালিকায় রয়েছেন। আক্রমণ ভাগের প্রধান মেসির প্রতি সমর্থন জানিয়ে সতীর্থ সুয়ারেজ বার্সা টিভিকে বলেন, ‘ময়দানি লড়াইয়ে তিনি (মেসি) এখনো সবার কাছে বিস্ময়, যা সবাইকে অনুপ্রাণিত করে।’

পরবর্তীতে মেসির আসনে নেইমারই আসীন হবেন বলে মনে করেন সুয়ারেজ। তার মতে অদূর ভবিষ্যতে নেইমারই হবেন বিশ্বসেরা।

সুয়ারেজ বলেন, ‘নেইমার আজ বিশ্ব ফুটবলের দ্বিতীয় সেরা তারকা। তিনি লিওর পরের স্থানেই রয়েছেন। তবে তিনি এখন তার (মেসি) কাছ থেকে শিখছেন। কারণ মেসিই হচ্ছেন তার কাছে সেরা দৃষ্টান্ত।’

২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে