স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের বড় বিস্ময় মুস্তাফিজুর রহমান। অভিষেকের পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছেন দেশ সেরা অফ কাটার এই পেসার।
ইন্ডিয়া ঘরোয়া লিগের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলে বিভিন্ন ফ্রাইঞ্চাইজি তাকে দলে বেড়াতে এরই মধ্যে মরিয়া হতে দেখা যাচ্ছে। আসন্ন আসর উপলক্ষ্যে এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় ৭০০ খেলোয়াড়ের ভিত্তি মূল্য নির্ধারণ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এই তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান। আর সেখানে তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫৮ লাখ ৫০ হাজার টাকা। প্রাথমিক তালিকার ৭০০ জন থেকে আগামি ২৫ জানুয়ারি ৩০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে বিসিসিআই। আর আগামি ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বেশকিছু ফ্র্যাঞ্চাইজির টার্গেটে রয়েছেন মুস্তাফিজ। যে কারণে নিলামে তার মূল্য বেড়ে যেতে পারে আরও অনেক বেশি।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর