রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৭:১৫

‌ধোনিকে সরিয়ে কোহলিকে নেতা করা উচিত: চ্যাপেল

‌ধোনিকে সরিয়ে কোহলিকে নেতা করা উচিত: চ্যাপেল

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সফর গিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচ হেরে যাওয়া কিছুদিন আগে মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিতে বলেন দেশের সাবেক ক্রিকেটাররা। আর এবার অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল ধোনির বিরুদ্ধে মন্তুব্য করেছেন।

অস্ট্রেলিয়া সফর গিয়ে নেতা হিসেবে ধোনি মোটেও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেননি। তাই তাকে ধোনিকে সরিয়ে কোহলিকে নেতা করা উচিত বলে মত দেন চ্যাপেল।

তিনি আরো বললেন, অবশ্য নেতা হিসেবে অনেক পুরনো হয়ে গিয়ে ধোনি।ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ সদ্য শেষ হয়েছে। আর এই সিরিজে ধোনির কাছ থেকে বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব লক্ষ্যই করেননি চ্যাপেল। ধোনির ফিল্ড প্লেসিংয়েও বুদ্ধিমত্তার ছাপ একেবারেই ছিল না। ফলে সব মিলিয়ে হতাশ চ্যাপেল।

চ্যালেপের মনে হয়েছে, একজন নেতা দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করলে নেতিবাচক প্রভাব পড়ে দলের উপরে। এবং ভারতীয় দলে এই ব্যাপারটাই ঘটছে এখন। ধোনির নেতৃত্বে উদ্ভাবনী ক্ষমতা ব্যাপারটাই আর নেই বলে মনে করছেন চ্যাপেল।

সাবেক অস্ট্রেলিয়ান এ্ই অধিনায়ক বলেন, এই মুহূর্তে ভারতে নেতার অভাব রয়েছে এমনটা একেবারেই নয়। বিরাট কোহলি আগ্রাসী নেতা। টেস্ট ক্রিকেটে নিত্যনতুন আইডিয়া নিয়ে এগিয়ে এসেছে কোহলি। তাছাড়া দারুণ ফর্মেও এখন ব্যাট করছে কোহলি। তাই আমি মনে করি ‌‌ধোনিকে সরিয়ে কোহলিকে নেতা করা উচিত।
২৪ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এমটি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে