স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুখকর বার্তা দিয়েছেন এর আগে জাতীয় দল থেকে বাদ পড়া ৩ ক্রিকেটারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরকে সামনে রেখে দলের প্রয়োজনে এই বার্তা উড়ে গেছে ওই ৩ ক্রিকেটারের কাছে।
টি-টোয়েন্টির জন্য বিসিবি বেশ পরীক্ষা নিরীক্ষা চালায়। পরীক্ষা নিরীক্ষার ফলাফল বিসিবির কাছে। বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ মনে করছেন জিম্বাবুয়ে সিরিজ থেকে টাইগাররা ধরতে পেরেছে নিজেদের ভুলগুলো।
ফারুক আহমদের মতে শেষ দুটি ম্যাচে টিম কম্বিনেশনে ভারসাম্য কিছুটা নষ্ট হয়েছে। তিনি এই বিষয়ে বলেন, দলের বোলিংও ছিলো না সন্তোষজনক।
ফারুক আহমদ একটি বেসরকারি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, এই সিরিজের মাধ্যমে তবে রনি, সোহান অথবা মুক্তার আলীদের সামর্থ্য বিবেচনা করা গেছে।
তিনি এই সাক্ষাৎকারে জানান, এর আগে দল থেকে বাদ পড়া এনামুল হক বিজয়, রুবেল হোসেন, জুবায়ের লিখনকে দলের প্রয়োজনে ডেকে আনা হতে পারে যে কোনো সময়।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর