স্পোর্টস ডেস্ক: বর্তমানে ক্রিকেট খেলায় নিত্য নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে৷ স্পাইডার-ক্যাম যার মধ্যে অন্যতম৷ আইপিএল, বিগব্যাশের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমনকি চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও এর ব্যবহার দেখা গিয়েছে৷
শনিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার শেশ ওয়ানডে ম্যাচের ১৯ তম ওভারে হ্যাস্টিংসকে বিরাট কোহলি একটি আপার-কাটে চার মারেন৷ ক্যামেরায় বল লাগায় ওই বলটি ডেড বল বলে ঘোষণা করেন আম্পায়ার৷ এরপরই সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়ে শেষ ম্যাচে জেতার পর এবিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন ধোনি৷
২৪ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এমটি