রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৬:০৬

বাংলাদেশের প্রথম স্পিনার হিসাবে যে নজির গড়লেন সাকিব

বাংলাদেশের প্রথম স্পিনার হিসাবে যে নজির গড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এক ম্যাচে পাঁচ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে এই নজির সৃষ্টি করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

সারা বিশ্বে অষ্টম স্পিনার হিসাবে ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচে পাঁচ উইকেট পেলেন সাকিব। মুস্তাক আহমেদ, সাকলিন মুস্তাক, মুথিয়া মুরলীধরন, অ্যাশলে গিলস, অজান্তা মেন্ডিস, সাইদ আজমল এবং আকিলা ধনঞ্জয়ের মতো তারকা স্পিনারদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিলেন সাকিব। এর প্রত্যেকেই ওডিআই ক্রিকেটে এক ম্যাচে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট শিকার করেছেন।

২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। তার জন্যই প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ব্যাটিং সহায়ক পিচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে বল হাতে বাংলাদেশকে ম্যাচে নিয়ন্ত্রকের আসনে নিয়ে আসেন সাকিব আল হাসান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে