রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:৪৫:০৩

সিরিজের ১ম ম্যাচেই শক্তিশালী ভারতকে হারালো বাংলাদেশ

সিরিজের ১ম ম্যাচেই শক্তিশালী ভারতকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। লিটনের এই সিদ্ধান্ত বাংলাদেশকে ইতিবাচক ফল দিয়েছে। প্রথমে ব্যাটে নেমে শক্তিশালী ভারত ২০০ রানের গণ্ডি পার করতে পারলো না।

সবচেয়ে কার্যকরী ছিল সাকিব আল হাসান। ১০ ওভার বোলিং করে মাত্র ৩৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। যার মধ্যে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরা ছিলেন। ১৮৬ রানেই অল-আউট হয়ে যায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে সিরিজের ১ম ম্যাচেই শক্তিশালী ভারতকে হারালো বাংলাদেশ। ৪৬ ওভারে ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেন টাইগাররা। তবে জয়টা সহজ ছিল না। ৯ উইকেট হারানো বাংলাদেশের ইংনিসকে খাঁদের কিনারা থেকে জয়ের পথে নিয়ে যান মেহেদি হাসান মিরাজ। তিনি ৩৯ বলে ৩৮ রান করেন।

ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম দশ ওভারে নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চাপ সামলে তৃতীয় উইকেট জুটিতে টাইগারদের পথ দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু লিটনকে হারানোর পর কম সময়ের ব্যবধানে ফেরেন সাকিবও। 

তাতে আবারও কিছুটা চাপে পড়লেও লক্ষ্য তাড়ার পথে বাংলাদেশকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দল যখন জয়ের পথে তখন হতাশ করে ফিরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে