রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০৯:৫৮:৪৮

মিরাজের যে পরামর্শ কাজে লাগালেন মুস্তাফিজ

মিরাজের যে পরামর্শ কাজে লাগালেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : টার্গেট ছিল অল্প, চিরপরিচিত মিরপুরের মাঠে বিশাল ব্যাটিং লাইনআপ নিয়ে এই টার্গেট তাড়া করে জয় মোটেও কঠিন মনে হয়নি। কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার ধসে পড়ায় এই সহজ টার্গেটই কঠিন হয়ে যায়। অত্যন্ত বাজে ব্যাটিং করেন দুই সিনিয়র মুশফিক-মাহমুদ উল্লাহ। এরপর দশম উইকেটে মিরাজ-মুস্তাফিজের ৪১ বলে ৫১* রানের জুটিতে অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ।

৩৯ বলে ৩৮* রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা মিরাজ হয়েছেন ম্যাচসেরা। মুস্তাফিজ অপরাজিত ছিলে ১১ বলে ১০* রানে। প্রবল চাপের মাঝে কেমন ছিল দুজনের রসায়ন? ম্যাচ শেষে মিরাজ জানালেন, মুস্তাফিজুর রহমানকে স্রেফ এক প্রান্ত আগলে রাখতে বলেছিলেন। ঝুঁকি যাওয়ার নেওয়ার তিনিই নেবেন। আর মিরাজের এই পরামর্শ সেটা কাজে লেগে যাওয়ায় খুশিতে ভাসছেন মিরাজ।

এই তরুণ অলরাউন্ডার আরো বলেছেন, ‘আমি খুবই খুশি এবং উত্তেজিত।  আমি কেবল একটি ক্ষেত্রে ফোকাস করার এবং সেই কৌশলটিতে বিশ্বাস করার কথা ভাবছিলাম। আমি জানতাম যে আমাকে ২০টি বল খেলতে হবে। বোলিংয়ের সময় উইকেট টু উইকেট বল করার চেষ্টা করেছি। এটা আমার জন্য স্মরণীয় একটি পারফরম্যান্স।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে