স্পোর্টস ডেস্ক : ইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের দেয়া ২৪৬ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড ক্রিকেট দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হয় ম্যাচটি।
সফরকারীদের হয়ে ওপেনিংয়ে নামেন লাওয়ারেন্স ও হোল্ডেন। শরুতেই বাংলাদেশ জাতীয় যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্রথম ওভারে শূন্য রানে ফেরেন দু’জন। এছাড়া ইংল্যান্ড যুব দলের আরেক টপ অর্ডার ব্যাটসম্যান বার্টলিট ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার আগে তার ঝুঁলিতে ছিল শূন্য রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৭ ওভারে ৬৫ রান।
উইকেট পড়েছে ৪ টি।
মেহেদি হাসান মিরাজ ২টি, শাওন ও সাইফুদ্দিন ১ টি উইকেট পান।
এই মুর্হূতে মাঠে আছেন শ্যাম কুরান (২২) ও টেইলর (৩২)।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু