স্পোর্টস ডেস্ক : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রান নিতে গিয়ে পেশীতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে। এরপর সিরিজের বাদ বাকি ম্যাচে মাঠে নামা হয়নি তার।
তবে সিরিজ শেষে মাঠে ফিরলেন তিনি।
বিসিবি সূত্রে জানা যায়, রবিবার সতীর্থদের সঙ্গে দ্বিতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
মুশফিকের পেশীর চোট খুব রিস্ক না হলেও বিসিবির ডাক্তারের পরামর্শক্রমে নির্বাচকরা মাঠে নামায়নি তাকে। তবে এশিয়া কাপের আগেই নিজেকে ফিরে পেতে ক্যাম্পে যোগ দেন মুশফিক।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু