স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিল ভারত! তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সফরকারী লঙ্কানদের ৩১৭ রানে হারিয়েছে রোহিত শর্মার দল।
একদিনের ক্রিকেট ইতিগাসে এর আগে এত রানে জিততে পারেনি কোনও দল। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে এই অনন্য মাইলফলক স্পর্শ করল ভারত। সেই সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় ধরে রাখা কীর্তিকে ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া।
এর আগে দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে শুভমন গিল ও বিরাট কোহলির শতরানের পুঁজিতে ভর করে ৩৯০ রানের বড় সংগ্রহ পায় ভারত।
জবাবে টিম ইন্ডিয়ার বোলিং তান্ডবে প্রথমেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত পেসার মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। আর এতেই ক্রিকেট ইতিহাসে এক অনন্য রেকর্ডে নাম লেখে ভারত।