সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৬:৩৪

একে একে ৫ মেয়ের জন্ম নিয়ে অজানা চমকপ্রদ তথ্য দিলেন আফ্রিদি

একে একে ৫ মেয়ের জন্ম নিয়ে অজানা চমকপ্রদ তথ্য দিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাঁচ মেয়ের বাবা হয়ে নিজেকে খুব সৌভাগ্যমান মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান প্রধান নির্বাচক শহিদ খান আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, আমার কাছে আল্লাহর রহমত আছে। আমি আমার প্রতিটি মেয়ের জন্মের পর নিজের ভাগ্য বদল হতে দেখেছি।’

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওর সূত্রে জিও নিউজের উর্দু ভার্সন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওতে বুমবুম খ্যাত সাবেক অধিনায়ক আফ্রিদি নিজের মেয়েদের নিয়ে নানা বিষয়ে কথা বলেন।

এ সময় আফ্রিদি বলেন, ‘আমাদের পাঠান পরিবারগুলোতেও বলা হয় যে, ছেলে হয়নি, সুতরাং তাবিজ নাও। কিন্তু আমি এর কঠোর বিরোধী।’ তিনি বলেন, পবিত্র কুরআনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আল্লাহ বাবা-মেয়ে ও মা-মেয়ের সম্পর্ক তৈরি করেছেন।

‘আফ্রিদির স্ত্রী শুরুতে ছেলের অভাব অনুভব করতেন কিন্তু তিনি কখনোই হতাশাগ্রস্ত হননি এ কারণে যে, তার স্বামী তো এ ব্যাপারে নিশ্চিন্ত’ জানালেন সাবেক অধিনায়ক।

আফ্রিদি বলেন, আমার স্ত্রী এটা জানেন যে, আমি আমার মেয়েদের নিয়ে বেশ সন্তুষ্ট এবং তাদেরকে সীমাহীন ভালোবাসি। এজন্য তিনিও বেশ নিশ্চিন্ত। সূত্র : জিও নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে