মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ১০:২২:৪৬

দুর্ঘটনার পর প্রথম মুখ খুলে যেসব তথ্য জানালেন ঋষভ পান্থ

দুর্ঘটনার পর প্রথম মুখ খুলে যেসব তথ্য জানালেন ঋষভ পান্থ

স্পোর্টস ডেস্ক: বড় দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেট কেরিয়ার প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে মুখ খুললেন ঋষভ পান্থ। টুইট করে জানালেন, আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন তিনি। 

ভক্তদের আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন। প্রসঙ্গত, দেরাদুনের গাড়ি দুর্ঘটনার পরে স্থানীয় হাসপাতালে ভর্তি ছিলেন পন্থ। পরে তাকে মুম্বাইয়ে এনে পায়ে অস্ত্রোপচার করা হয়। 

তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। ৩০ ডিসেম্বর ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময়ে দুর্ঘটনার কবলে পড়েন পান্থ। তারপর থেকেই হাসপাতালে ভরতি রয়েছেন তারকা ক্রিকেটার। সোমবার মুম্বাইয়ের হাসপাতাল থেকেই টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। 

পান্থ বলেন, “সকলে যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।” পান্থের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে বিসিসিআই। 

সেই জন্য ভারতীয় বোর্ড ও বিসিসিআই সচিব জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন ঋষভ। টুইট করে তিনি বলেছেন, “বিসিসিআই, জয় শাহ ও সমস্ত সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। অন্তরের অন্তস্থল থেকে আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার সতীর্থ, চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই। আশা করি খুব তাড়াতাড়ি মাঠে নেমে সকলের সঙ্গে দেখা হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে