মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ০১:০২:৫৬

আর মাত্র বাকী ১! কোহলির এই বড় খবরটি জানুন!

আর মাত্র বাকী ১! কোহলির এই বড় খবরটি জানুন!

স্পোর্টস ডেস্ক: আর মাত্র বাকী ১! কোহলির এই বড় খবরটি জানুন! বর্তমানে একদিনের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি এবার খেলতে নামবেন। শতরানের অপেক্ষায় সমর্থকেরা।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে বিধ্বংসী ফর্মে রয়েছেন। চলতি বছরে ইতিমধ্যেই তিনি জোড়া শতরান করে ফেলেছেন। নতুন বছরে কোহলি এখনও পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন। এরমধ্যে প্রথম ম্যাচে তিনি ১১৩ রান করেছিলেন। আর তৃতীয় ম্যাচে ১৬৬ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলি তিনটে একদিনের ম্যাচে মোট ২৮৩ রান করেছেন। সেকারণে প্লেয়ার অফ দ্য সিরিজ তাঁকেই নির্বাচন করা হয়েছে। দেশের মাটিতে ২১টি শতরান করে বিরাট কোহলি ইতিমধ্যেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন। সেইসঙ্গে একই দলের বিরুদ্ধে সবথেকে বেশি ১০টি ওডিআই শতরান করার রেকর্ড তাঁর দখলেই রয়েছে। এখানেও সচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

এবার দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামছেন বিরাট কোহলি। এই সিরিজেও যদি বিরাট কোহলির ব্যাট গর্জে ওঠে, তাহলে তিনি আরও কয়েকটি রেকর্ড ভেঙে দিতে পারেন। এবার বিরাটের নিশানায় রয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড।

আসলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ২৬টি একদিনের ম্যাচে এখনও পর্যন্ত পাঁচটি শতরান করেছেন। আর সেইসঙ্গে কিউয়ি দলের বিরুদ্ধে সবথেকে বেশি ওডিআই শতরান করার দৌড়ে সচিন তেন্ডুলকর এবং শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী ব্যাটার সনৎ জয়সূর্যর সঙ্গেই দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁরা দুজনেই পাঁচটি করে শতরান করেছেন।

অন্যদিকে নিউ জিল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে সবথেকে বেশি ওয়ানডে সেঞ্চুরি হাঁকানোর দৌড়ে পন্টিং এবং সেহওয়াগ যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন। দুজনেই এখনও পর্যন্ত ৬টি করে শতরান করেছেন। এই পরিস্থিতিতে কোহলি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যদি জোড়া শতরান করতে পারেন, তাহলে পন্টিং এবং সেহওয়াগের রেকর্ড ভেঙে দিতে পারবেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং নিউ জিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হতে চলেছে। ১৮ জানুয়ারি হায়দরাবাদে প্রথম একদিনের ম্যাচ আয়োজন করা হবে। দ্বিতীয় ম্যাচটি ২১ জানুয়ারি রায়পুরে এবং তৃতীয় ম্যাচটি ২৪ জানুয়ারি ইন্দোরে আয়োজন করা হবে। প্রত্যেকটা ম্যাচই ভারতীয় সময় অনুসারে বেলা দেড়টা থেকে শুরু হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে