মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৪:২৯

ফের চোটের ধাক্কা ভারতীয় ক্রিকেটে! বাদ পড়লেন যিনি

ফের চোটের ধাক্কা ভারতীয় ক্রিকেটে! বাদ পড়লেন যিনি

স্পোর্টস ডেস্ক: ফের চোটের ধাক্কা ভারতীয় ক্রিকেটে। এবার চোট পেয়ে নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার শ্রেয়স আইয়ার। তিনি পিঠে চোট পেয়েছেন বলে খবর। 

তাঁর জায়গায় রজত পতিদারকে দলে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ ভালো নোটে শেষ করার পর নিউ জিল্যান্ড সিরিজের আগে এই ধাক্কা ভারতের বিশ্বকাপ অভিযানকে বেশ বড় বেগ দেবে। 

ইতিমধ্যেই চোটের জন্য খেলতে পারছেন না জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা। এই সিরিজ থেকে বিরতি নিয়েছেন কেএল রাহুল ও অক্ষর প্যাটেল। সব মিলিয়ে কঠিন নিউ জিল্যান্ড সিরিজ ভারতের কাছে যে আরও কঠিন হল তা বলাই যায়।

শ্রেয়স আইয়ার ওডিআই সিরিজের জন্য ছিঁটকে গিয়েছেন। তাঁর জায়গায় ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার রজত পতিদারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে রনজি খেলছেন। 

বিদর্ভর বিরুদ্ধে তিনি রনজিতে সম্প্রতি সেঞ্চুরিও করেছেন। ফর্মে থাকা রজত ভারতের হয়ে ভালো ইনিংস উপহার দেবেন। ২০২২ সালের IPL-এ তিনি RCB-র জার্সিতে সেঞ্চুরি করেছেন। চাপের মধ্যে স্পিন ও পেস দুটোতেই তিনি সড়গড়। মনে করা হচ্ছে শ্রেয়স আইয়ারের বদলে প্রথম একাদশে সুযোগ পেতেন পারেন ঈশান কিষান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ তে ওডিআই সিরিজ জেতার পর ভারতের মনোবল এখন তুঙ্গে। বিশ্বকাপের আগে ড্রেস রিহার্সালের জন্য নিউ জিল্যান্ড সিরিজ যেই কারণের গুরুত্বপূর্ণ। তার আগেই এই ধাক্কা। তবে এই সিরিজে গুরুত্বপূর্ণ হতে চলেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। ৩ ম্যাচের মধ্যে দুটোতে তিনি সেঞ্চুরি পেয়েছেন। কোহলি ছাড়াও সূর্যকুমার যাদব, ঈশান কিষানের পারফরমেন্স বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ।

সময় যত যাচ্ছে তত বাড়ছে চোট আঘাতের সংখ্যা। শ্রীলঙ্কা সিরিজের আগে জসপ্রীত বুমরাহর খেলার কথা ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে তাঁর নাম প্রত্যাহার করা হয়। এরপর রবীন্দ্র জাদেজা ফিট হলেও তাঁকে দলে সুযোগ দিতে নারাজ বোর্ড। তাঁকে আপাতত রনজি খেলতে হবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁকে রাখা হয়েছে দলে।

দেখে নিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের নতুন ওডিআই স্কয়্যাড: রোহিত শর্মা, শুভমন গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকার ভরত, হার্দিক পান্ডিয়া, রজত পতিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে