বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১২:৪১:৩৩

আসন্ন ভারত সফর নিয়ে কামিন্সকে সতর্ক করলেন গিলক্রিস্ট

আসন্ন ভারত সফর নিয়ে কামিন্সকে সতর্ক করলেন গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের বিশ্বাস, ১৯ বছরের খরা কাটিয়ে তার দেশ ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ়ে জয়লাভ করতে পারে।

১৯৬৯ সালের পরে ২০০৪ সফরে প্রথম বার ভারত থেকে টেস্ট সিরিজ় জিতে ফিরেছিল অস্ট্রেলিয়া। সেবার ঘটনাচক্রে অস্থায়ী অধিনায়ক ছিলেন গিলক্রিস্টই। সেই দলের পেস আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেপসি ও মাইকেলকাসপ্রোইচ। সঙ্গে ছিলেন প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। 

অস্ট্রেলীয় প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন, ‘‘সে সময় আমরা চেষ্টা করেছিলাম সবার আগে দলের মনোভাবটা বদলে ফেলতে। সবাই আত্মবিশ্বাসী ছিলাম যে, ভারতেও ভাল কিছু করার ক্ষমতা আমাদের রয়েছে।’’

আসন্ন ভারত সফর নিয়ে কামিন্সকে সতর্ক করে গিলক্রিস্ট বলেন, ‘‘আপাতত লক্ষ্য রাখব, এবারের দলও সেই একই মনোভাব দেখাতে পারে কি না। এখানে একটা কথা বলতে পারি যে, ভারতে খেলা মানেই পাগলের মতো স্পিনার খুঁজে বার করার ভাবনা ত্যাগ করাটা জরুরি। এমনিতে প্রথম বল থেকেই আমাদের বোলারদের উইকেট লক্ষ্য করে আক্রমণে যেতে হবে। আর আগ্রাসন দেখানোর পাশাপাশি প্রয়োজনে রক্ষণাত্মক হতে হবে।’’ 

গিলক্রিস্ট যোগ করেন, ‘‘দরকার হলে একটি স্লিপ রেখে আক্রমণ করা হোক। পাশাপাশি অপেক্ষা করা যায় মিডউইকেটে ক্যাচের।’’ কামিন্সদের জন্য গিলির মন্ত্র, ‘‘ভারতকে বেশি বাউন্ডারি মারতে দিলে চলবে না। তার জন্য বাউন্ডারি লাইনে বেশি ফিল্ডার রাখা দরকার।’’

গিলক্রিস্ট মনে করেন, আসন্ন টেস্ট সিরিজ় জিতে অস্ট্রেলিয়ার অবশ্যই ভারতকে চমকে দেওয়ার মতো যোগ্যতা আছে। তার ব্যাখ্যা, ‘‘আমার ধারণা, কামিন্সরা সিরিজ় জিততে পারে। দারুণ একটা দল এ বার যাচ্ছে। বলা ভাল, এ বারের দলটার সঙ্গে ২০০৪ সালের ভারত সফরকারী অস্ট্রেলিয়া দলের অনেক জায়গায় মিল রয়েছে।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes