বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ০৫:৫২:০৪

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগালেন শুভমল গিল

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগালেন শুভমল গিল

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুধবার হায়দরাবাদে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নামল ভারত।

রোহিত শর্মা ৩৪ রানে ও বিরাট কোহলি মাত্র ৮ রানের আউট হওয়ার পর ইশান কিষানও ফিরে যান মাত্র ৫ রানে। তবে সূর্যকুমার যাদবকে নিয়ে দলকে টেনে তোলেন রোহিতের সঙ্গে ওপেন করতে আসা শুভমল গিল। এই জুটি স্কোর বোর্ডে ৬৫ রান যোগ করেন।

এরপরই ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার ২৬ বলে ৩১ রানের মাথায় সাজঘরে ফেরেন। তবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিলেন শুভমল গিল। ১৪৫ বলে ২০০ রান তুলে নেন শুভমল গিল। নিধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩৪৯/৮ রান। শুভমল ১৪৯ বলে ২০৮ রান করেন।

নিজেকে ভারতীয় দলের ওপেনার হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সম্ভাব্য সমস্ত প্রক্রিয়া সেরে ফেলেছেন গিল। এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে ১৯ ম্যাচে ওয়ানডে ম্যাচে ৪টি শতক ও ৫টি অর্ধশতক পূরণ করে ফেলেছেন গিল। ১৮ ম্যাচে তার ওয়ানডে রান ১১১ ছাড়িয়ে গেছে। 

খেলার ধরণ ও আগ্রাসী ব্যাটিং দেখে এখন থেকেই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির সঙ্গে তুলনা করা শুরু হয়ে গেছে। অনেকে তো আরও একধাপ এগিয়ে বলছে, এই ভাবে ধারাবাহিকতা বজায় রাখলে শচীন ও কোহলিকে ছাড়িয়ে যাবেন শুভমল গিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে