বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৮:৫৬

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন কোহলি!

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন কোহলি!

স্পোর্টস ডেস্ক: বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমান গিল। ওডিআই ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি দ্রুততম শতরানের নজির গড়ে ফেললেন। এতদিন এই রেকর্ডটি বিরাট কোহলির দখলে ছিল। 

তিনি ২৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। আর শুভমান মাত্র ১৯ ইনিংসে এই নজির স্পর্শ করে ফেললেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে নামার আগে শুভমান ১৮ ইনিংসে ৮৯৪ রান করেছিলেন। 

তবে অল্পের জন্য মিস হয়ে গেল বিশ্বরেকর্ড। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দ্রুততম ১০০০ পৌঁছানোর বিশ্ব রেকর্ড রয়েছে পাকিস্তানের ফখর জামানের। তিনি ১৮ ইনিংসে ১০০০ রান করেছিলেন।

এই ম্যাচে রোহিত শর্মাও একটি অনন্য রেকর্ড কায়েম করে ফেললেন। দেশের মাটিতে রোহিত শর্মা একদিনের ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি নিজের নামে করে ফেললেন। 

আর সেইসঙ্গে ভেঙে দিলেন ধোনির রেকর্ডও। ভারতীয় উপমহাদেশের উইকেটে রোহিত মোট ১২৫টি ছক্কা হাঁকিয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দেশের মাটিতে মহেন্দ্র সিং ধোনি ১২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে কার্যত ব্যর্থই হয়েছেন রোহিত। মাত্র ৩৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের ঘরের মাঠে ২০টি একদিনের ম্যাচের সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর সামনে দু–দুটি রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। একটা হল একদিনের ক্রিকেটে সব থেকে কম ইনিংসে ১৩,০০০ রান করার সুযোগ। 

বুধবার কোহলি ২৬৯টি একদিনের ম্যাচে ২৬০ ইনিংসে ১২,৭৬৩ রান করেছেন। চলতি সিরিজে তিনি যদি আরও ২৩৮ রান করতে পারেন, তাহলে একদিনের ক্রিকেটে দ্রুততম ১৩০০০ রানের রেকর্ড করতে পারবেন। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। 

তিনি ৩২১ ইনিংসে এই রেকর্ড করেছেন। যদিও চলতি সিরিজে কোহলি যদি এই রেকর্ড ভাঙতে নাও পারেন, তবুও পরের সিরিজে তাঁর সামনে সচিনের রেকর্ড ভাঙার সম্ভাবনা থাকবে। এছাড়া যদি চলতি সিরিজে তিনটি সেঞ্চুরি করতে পারেন, তাহলে সচিনের একদিনের ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারবেন কোহলি।

সামির সামনেও মাইলস্টোনে পৌঁছনোর সুযোগ রয়েছে। একদিনের ক্রিকেটে ভারতীয় জোরে বোলারদের মধ্যে উইকেট শিকারির দিক দিয়ে ১০ জনের তালিকায় ঢোকার সুযোগ রয়েছে মহম্মদ সামির সামনে। 

এই মুহূর্তে ৮৫ ম্যাচে ১৫৫ উইকেট নিয়ে তিনি ১১ নম্বরে রয়েছেন। তাঁর সামনে রয়েছে মনোজ প্রভাকর। যিনি ১৫৭ উইকেট নিয়েছেন। আর মাত্র তিনটি উইকেট পেলেই মনোজ প্রভাকরকে টপকে দশম স্থানে ঢুকে পড়বেন সামি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে