স্পোর্টস ডেস্ক : ভারতে এসে দ্বিতীয় দিনে অল্পের জন্য রক্ষা পেলেন রোনালদিনহো। তার গাড়ির সামনে ভেঙে পড়ল লাইট পোস্ট। একটু হলেই বড় দুর্ঘটনার কবলে পড়তেন ব্রাজিয়ান এই তারকা।
রোববারই ভারতের কেরালায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার। তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা যে এখনও তুঙ্গে তা আবার দেখা গেল। সোমবার সকালে স্থানীয় একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন। রাস্তার দু’ধারে তাকে দেখতে ভির জমিয়েছিলেন প্রচুর মানুষ। অনেকে উঠে পড়েছিলেন রাস্তার পাশে উঁচু গাছে, ভবনে এমনকি রাস্তার ধারের লাইট পোস্টের উপর। চাপ রাখতে না পেরে তখনই ভেঙে পরে সেই লাইট পোস্ট।
রোনালদিনহোর সামনে যে পুলিশ ভ্যান ছিল সেটা ততক্ষণে এগিয়ে গিয়েছে। পিছনেই ছিল রোনালদিনহোর গাড়ি। তার সামনেই রাস্তার মাঝখানে মানুষের চাপে ভেঙে পরে। ড্রাইভারের তৎপরতায় অল্পের জন্য রোনালদিনহোর গাড়ি বেঁচে যায়। লাইট পোস্ট ভেঙে পরতে দেখেছিলেন রোনালদিনহোর গাড়ির ড্রাইভার। দক্ষ ড্রাইভার আগেই থামিয়ে দেন গাড়ি।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি