বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৮:০৪

রীতিমত টর্নেডো ব্যাটিং সাকিব-ইফতিখারের!

রীতিমত টর্নেডো ব্যাটিং সাকিব-ইফতিখারের!

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে রীতিমত টর্নেডো ব্যাটিং সাকিব-ইফতিখারের!  চট্টগ্রামে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ইফতিখার আহমেদের ঝোড়ো সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের ৮৯ রানে ভর করে বরিশাল তাদের স্কোরবোর্ডে সংগ্রহ করেছে ২৩৮ রান ৪ উইকেট হারিয়ে। যা চলমান বিপিএলে সর্বোচ্চ রানের স্কোর।

৪৬ রানে ৪ উইকেট হারানোর পর সাকিব এবং ইফতিখার মিলে অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ১৯২ রানের, যা বিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জুটি। ব্যাট হাতে এদিন রংপুর বোলারদের কচুকাটা করেছেন সাকিব-ইফতিখার। ইফতিখার তুলে নিয়েছেন চলমান বিপিএল আসরের তৃতীয় সেঞ্চুরি। ৪৫ বলে ১০০ করে অপরাজিত থাকেন পাকিন্তানের এই ক্রিকেটার। 

এছাড়া সাকিব তুলে নিয়েছেন অর্ধ-শতক। ৩৩ বলে অর্ধ-শতক হাকানোর পর বরিশালের এই অধিনায়ক অপরাজিত থেকেছেন ৪৩ বল খেলে ৮৯ রানে। সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে বরিশাল সংগ্রহ করে ২৩৮ রান। 

এর আগে বরিশালের দুই ওপেনার ভালো শুরুর পরেও ফিরে যান দ্রুত। এনামুল হক বিজয় ১৪ এবং মেহেদী মিরাজ ফেরেন ২৪ রান করে। এরপর ইব্রাহিম জাদরান এবং মাহমুদউল্লাহ রিয়াদ ফেরেন কোনো রান না করেই। রংপুরের হয়ে ২ উইকেট করে সংগ্রহ করেছেন হারিস রউফ এবং হাসান মাহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে