বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ০৯:৫৭:২১

নাসিরের বার্তাটা ভক্তদের জন্য খুশি হওয়ার মতোও বটে!

নাসিরের বার্তাটা ভক্তদের জন্য খুশি হওয়ার মতোও বটে!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে নাসির হোসেন এক আবেগের নাম, নস্টালজিয়ারও বটে। ঘরোয়া সেরা লিগে খেলছেন, বয়সও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য এখনও অনুকূলে আছে। তবুও নাসিরকে নিয়ে ভাবলে নস্টালজিয়ায় ভুগতে হবে কেন?

উত্তরটা খুব সহজ, লম্বা সময় ধরে জাতীয় দলের রাডারেই নেই ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। কেবল রাডারে নয়, নাসিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যেন কোথাও। ফিটনেস হারিয়েছেন, ফর্ম হারিয়েছেন, ইনজুরিতে পড়েছেন, ঘরোয়া লিগেও দল পেতে হিমশিম খেয়েছেন। দলে সুযোগ পেয়েছেন, মাঝে মাঝে ঝলক দেখিয়েছেন। কিন্ত নাসির সুলভ ক্রিকেট খেলা হচ্ছিল না যেন।

ফলে নাসিরকে অতীত ধরে নিয়েই নস্টালজিয়ায় ভুগতে বাধ্য হয়েছে টাইগার ক্রিকেট ভক্তরা। কিন্তু নাসির এবারের বিপিএলের আসরকে বেছে নিয়েছেন নতুন বার্তা দিতে। আর নাসিরের বার্তাটা ভক্তদের জন্য খুশি হওয়ার মতোও বটে। বার্তাটা হচ্ছে, ‘নাসির হোসেন এখনও ফুরিয়ে যাননি।’ চরম পর্যায়ের ফর্মহীনতা এবং ইনজুরির দুর্ভাগ্যের জন্য গত বছরের বিপিএলে নাসিরকে নিয়ে ভাবেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার নাসিরের ভাগ্য খুলেছে। দল পেয়েছে ঢাকা ডমিনেটর্সের জার্সিতে। কেবল দল পাওয়া নয় রীতিমতো অবাক সিদ্ধান্তে নেতৃত্বও পেয়ে যান নাসির।

অধিনায়ক নাসিরের নেতৃত্বে কিইবা খেলবে ঢাকা, কিংবা নাসির কেমন পারফরম্যান্স করবেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল ভক্তদের মাঝে। তবে নাসির আবারও দেখালেন, দায়িত্ব পেলে নাসিরের চেয়ে ভালো কেউ হয়ত সেটি পালন করতে পারেন না।

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে নাসির যে ১১৫ ম্যাচ খেলেছেন, সেখানে নাসির নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে দলে নির্ভরতার প্রতীক হয়েছিলেন। ফিনিশারের খেতাবও জিতে নিয়েছিলেন। ঢাকা দলে অবশ্য ফিনিশার হতে পারেননি এই ক্রিকেটার। অবশ্য তার জন্য ঢাকায় এই ক্রিকেটারের সতীর্থদের দায়টাই সবচেয়ে বেশি।

দলটির টপ-অর্ডার ব্যাটসম্যানরা ফ্লপ হওয়ার মিশনে একজন ছাড়িয়ে যাচ্ছেন অন্যজনকে। প্রতি ম্যাচেই দলটির টপ-অর্ডারের কোনও না কোনও ব্যাটসম্যান ডাক মারার মিশনে থাকছেনই। কিছু ম্যাচে তো সংখ্যাটা দুইয়ে পৌঁছে যায়। এ ছাড়া সিঙ্গেল ডিজিটে আউট হওয়াটা তো ঢাকার ব্যাটসম্যানদের জন্য হরহামেশার চিত্র।

সেখানে আশ্চর্য ব্যতিক্রম, অধিনায়ক নাসির। এখন পর্যন্ত ঢাকার খেলা ৫ ম্যাচের কোনোটিতেই ৩০ রানের নিচে করেননি তিনি। এর মধ্যে ম্যাচজয়ী ইনিংসও খেলেছেন তিনি। যেটি এখন পর্যন্ত ঢাকার একমাত্র জয়ও বটে।

এ ছাড়া চলতি বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচের ৫ ইনিংসে ব্যাটিংয়ে নেমে নাসির করেছেন ২১৫ রান, যা আসরের সর্বোচ্চ রান। গড় ৭১.৬৬। স্ট্রাইক রেটও মন্দ নয় ১৩০-এর কাছাকাছি। এর মধ্যে ৬ বছর পরে বিপিএলে পেয়েছেন ফিফটি। এ ছাড়া বল হাতেও আছেন দারুণ ছন্দে। ইতোমধ্যে ৫ উইকেট শিকার করেছেন ১৬ গড়ে।

নাসিরের এমন পারফরম্যান্স দেখে এই ক্রিকেটারকে নিয়ে আশাবাদ জানিয়েছেন বাংলাদেশের নামকরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যিনি নাসিরের পারফরম্যান্সকে বিবেচনায় নিয়ে নাসিরের জাতীয় দলে ফেরার ভবিষ্যৎ নিয়ে বলেন,

‘আমার দেখা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে নাসিরের ক্রিকেটীয় ব্রেইন ভালো। সে যদি তার ফিটনেস নিয়ে কাজ করে তবে সে আবারও জাতীয় দলে ফিরতে পারবে। তার সে যোগ্যতা আছে। এখন কেবল সে নিজে বুঝলেই হবে।’

আমি এখন ব্যাটিংটাকে উপভোগ করতেছি। এ ছাড়া এবারের বিপিএলে আমি একটা ফিক্সড জায়গায় ব্যাটিং করতে পারতেছি। যেটা আগে পেতাম না। আগে হয়ত ২-৩ ওভার পেতাম, আমি ওভাবে রান করতে পারতাম না। এবার সে সুযোগ পাচ্ছি এবং ভালো খেলতে পারতেছি। আমার কাজ এই মুহূর্তে ভালো পারফরম্যান্স করা। আমি সেটা করতে পারতেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে