বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ১১:৩১:৫৪

চার ও ছক্কার ফুলঝুরি, ক্রিকেটে আরেকটি বিশ্বরেকর্ড!

চার ও ছক্কার ফুলঝুরি, ক্রিকেটে আরেকটি বিশ্বরেকর্ড!

স্পোর্টস ডেস্ক : আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রানের নহর বইয়ে দিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান ও পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহমেদ। তাদের ব্যাট থেকে চার ও ছক্কার ফুলঝুরি ছুটেছে।

সাকিব ৬টি আর ইফতিখার ৯টি ছক্কা হাঁকিয়ে মাঠ গরম করে ফেলেছেন। পাশাপাশি তারা দুজন বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। যার মধ্যে আছে বিশ্বরেকর্ডও।

পঞ্চম উইকেটে বিপিএলের সবচেয়ে বড় জুটির নতুন রেকর্ডস্রষ্টা সাকিব ও ইফতিখার। রংপুর রাইডার্সের বিপক্ষে তারা দুজন পঞ্চম উইকেটে ১৯২ রান করে ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিয়ান চ্যাডউইক ওয়ালটন ও বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের ১১৫ রানের রেকর্ড। ওয়ালটন ও মিরাজ গত আসরে শেরে বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ১১৫ রানের জুটি গড়েছিলেন।

এছাড়া ইফতিখার ও সাকিব বিপিএলে যে কোন উইকেট জুটিতে তৃতীয় সর্বাধিক রানেরও নতুন রেকর্ড তৈরি করেছেন। বিপিএলে যে কোনো উইকেটে সাকিব ও ইফতিখারের চেয়ে বড় জুটি গড়ার কৃতিত্ব আছে কেবল দুটি। যার সবচেয়ে বড় জুটি দুই বিদেশি ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের।

তারা দুজন রংপুর রাইডার্সের হয়ে ২০১৭ সালে শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ২০১ রানের বড় জুটি।

দ্বিতীয় সর্বাধিক রানের জুটি কিউই ওপেনার ল্যু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীসের। এ দুজন খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ২০১৩ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম উইকেটে ১৯৭ রান তুলে দিয়েছিলেন।

শুধু এসব রেকর্ডই নয়। বিপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম উইকেটে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ। পঞ্চম উইকেটে ১৯২ রান করার পথে সাকিব ও ইফতিখার ছাড়িয়ে গেছেন ড্যান মসলি ও অ্যাডাম হোসের করা ১৭১ রানের রেকর্ডকে।

এরা দুজন ইংল্যান্ডের টি-টোয়েন্টি আসরে বার্মিংহামের হয়ে ২০২০ সালে পঞ্চম উইকেটে ১৭১ রানের জুটি গড়েছিলেন। এতকাল টি-টোযেন্টি ফরম্যাটে পঞ্চম উইকেট জুটিতে সেটাই ছিল সবচেয়ে বড় জুটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে