স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের শেষদিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্থ। ক্রিকেটারের ফ্যানরা তার স্বাস্থ্য নিয়ে আপডেট পেতে মরিয়া। যে কারণে পান্থের বান্ধবী ঈশা নেগির ইনস্টা প্রোফাইলে বারবার ঢুঁ মেরেছেন।
তাতেও লাভ হয়নি তাদের। ঈশা, পান্থের অ্যাক্সিডেন্ট সংক্রান্ত কোনও আপডেট দেননি। বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে কোনওরকম বার্তাও দেখা যায়নি তার ইনস্টা প্রোফাইলে। জানা গিয়েছে, মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করার পরও পান্থকে দেখতে যাননি ঈশা। তাকে হাসপাতালের বাইরে দেখা যায়নি।
উল্টো অ্যাক্সিডেন্টের কয়েক দিন পর নিজের একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাতে। দেখে ঈশার প্রতি ক্ষিপ্ত পান্ত-অনুরাগীরা। ওই ভিডিয়োর কমেন্ট বক্সে শুনিয়ে দিয়েছেন দু'কথা। একজন লিখেছেন, "তোমার থেকে তো উর্বশীই ভাল। অন্তত ঋষভের জন্য প্রার্থনা করে, যথেষ্ট কেয়ারিং। তোমার মতো নয়।"
অন্য একজন লিখেছেন, "তুমি কি সত্যিই ঋষভকে ভালোবাসো? নাকি ওর টাকায় কেবল ফূর্তি করার জন্য গিয়েছিলে?" তবে সেসব কমেন্টের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি মডেল ঈশা নেগি। শোনা যাচ্ছে, ঈশা-পান্থের সম্পর্কে সবকিছু ঠিকঠাক নেই। সম্পর্কটাও এতদিনে বোধহয় ভেঙে গিয়েছে।
বিপরীতটাও শোনা গিয়েছে। ঈশা নাকি বয়ফ্রেন্ডের দু'র্ঘ'টনার খবর শুনে ভীষণ শ'ক'ড ছিলেন। পান্থের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। যাই হোক, ভবিষ্যতেই বোঝা যাবে ঈশা-পান্থের সম্পর্কে সমীকরণ এখন কোথায় দাঁড়িয়ে।