রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ০৭:৩৫:৩৬

বিশ্বকাপের বছরে এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক!

 বিশ্বকাপের বছরে এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক!

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে ভারত। একের পর এক সিরিজ জিতে নিজেদের আঙিনায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। বিরাট কোহলি, শুভমান গিল ও সূর্যকুমার যাদবদের ব্যাটিং তাণ্ডবে সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ভারত। 

দেশের মাঠে টানা রেকর্ড ৭টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি আছে ভারতের। ২০০৯-১১ ও ২০১৬-১৮ সালে ৬টি সিরিজ জিতেছিল দলটি। দেশের মাঠে টি-টোয়েন্টিতে টানা ১২ সিরিজে অপরাজিত ভারত। টেস্টেও নিজ আঙিনায় সফল ভারত। টানা পাঁচটি সিরিজ জয় পেয়েছে কোহলিরা। 

অথচ পাকিস্তান দেশের মাঠে গত তিনটি টেস্ট সিরিজের একটিতেও জয় পায়নি। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে হারে পাকিস্তান। অবশ্য এর আগের পাঁচটি সিরিজে জয় পেয়েছে। আর টি-টোয়েন্টিতে সবশেষ দুই সিরিজে হারে পাকিস্তান।

ভারতের তুলনায় ঘরের মাঠে পাকিস্তানের এমন পারফরম্যান্সে হতাশ সাবেক অধিনায়ক রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য বিদায়ী চেয়ারম্যান রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ভারতকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন। পাকিস্তানসহ উপমহাদেশের অন্য দলগুলোর জন্য এটা একটি শিক্ষার দিক। 

তিনি আরও বলেন, পাকিস্তানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু ফলাফল বা সিরিজ জয়ের ক্ষেত্রে ঘরের মাঠের পারফরম্যান্স ভারত দলের মতো ধারাবাহিক নয়। বিশ্বকাপের বছরে এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে