মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৬:২৬

দুপুরে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-অস্ট্রেলিয়া

দুপুরে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারের পর মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সফরকারী ভারত।

টিম ভারতের জন্য এটা হবে দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ার মোক্ষম সময়। বিশেষ করে তাদের মূল শক্তি ব্যাটিং লইন আপ। ক্যানবেরাতে ইনজুরিতে পড়ার পর এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম টি-২০ ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেছেন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।

এমনকি তার অবর্তমানেও সঠিক ব্যাটিং লাইন আপ খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিং লঅইন আপ যাই থাকুক না কেন দলের বোলিং আক্রমণ নিয়েও কিছুটা চিন্তিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পক্ষান্তরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও রয়েছে দুর্দান্ত ফর্মে। যার প্রমাণ মিলেছে ওয়ানডে সিরিজে।


তবে এখন দেখার অপেক্ষা সফরকারীদের কাছে ওয়ানডেতে লজ্জায় পড়ার পর টি২০-তে এসে নিজেদের কতটুকু মেলে ধরতে পারবেন।


অস্ট্রেলিয়া দল (সম্ভাব্য) : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, ক্রিস লিন, জেমস ফকনার, ম্যাথু ওয়াডে, নাথান লিঁয়, ক্যামেরন বয়সে, ট্রাভিস হেড, জন হেস্টিংস, স্কট বোল্যান্ড, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, শন টেইট, শেন ওয়াটসন।

ভারত দল (সম্ভাব্য) : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, হার্ডিক পান্ডে, গুরকিরাত সিং, ঋষি ধাওয়ান, রবিন্দ্র জাদেজা, আর অশ্বিন, হরভজন সিং, জসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা, উমেষ যাদব, অজিঙ্কা রাহানে।

২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে