সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ১০:০৯:২১

ক্রিকেটে ঘটল এক কাকতালীয় ঘটনা!

ক্রিকেটে ঘটল এক কাকতালীয় ঘটনা!

স্পোর্টস ডেস্ক : দারুণ এক ব্যাপারের দেখা পেল ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের মঞ্চে আজ সোমবার দুর্দান্ত ব্যাট করেছেন রংপুর রাইডার্সের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। তার ব্যাটে ভর করেই ১৭৯ রানের বড় স্কোর গড়েছে রংপুর। এই ম্যাচে শোয়েব খেলেছেন ৪৫ বলে ৫ চার ৫ ছক্কায় ৭৫ রানের অপরাজিত ইনিংস। কাকতালীয় ব্যাপারটা হলো, এটা ছিল টি-টোয়েন্টিতে পাকিস্তানি তারকার ৭৫ নম্বর ফিফটি!

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বাধিক ফিফটির বিচারে শোয়েব মালিক আছেন পাঁচ নম্বরে। ৯৩টি ফিফটি করে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এর পরেই আছেন ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। তার ফিফটি ৮৮টি। তিন এবং চার নম্বরে আছেন যথাক্রমে ভারতের বিরাট কোহলি (৮৫) এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৭৬)।

উল্লেখ্য এই ম্যাচে ৫৫ রানের দারুণ জয় পেয়েছে শোয়েব মালিকের রংপুর রাইডার্স। ম্যাচসেরার পুরস্কার জিতেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে