মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ০৭:৫১:৩৮

হাতেনাতে ফল পেলেন বিরাট কোহলি!

হাতেনাতে ফল পেলেন বিরাট কোহলি!

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির সঙ্গে রেকর্ড সমার্থক শব্দ হয়ে গিয়েছে। তিনি মাঠে নামলেই একটার পর একটা রেকর্ড তৈরি করেন। গত বিশ্বকাপ থেকে এই রেকর্ডের সংখ্যাটা আরও বাড়ছে। চলতি বছরের শুরুটা তিনি দারুণ ছন্দে করেছেন। তারই ফল এবার তিনি হাতেনাতে পেলেন। 

ICC-র বর্ষসেরা প্লেয়ারদের তালিকায় জায়গা করে নিলেন। তবে এই জায়গা করাটা বিরাটের কাছে নতুন নয়। এই জায়গা করার মধ্যে দিয়ে তিনি তৈরি করলেন অনন্য রেকর্ড। বিশ্বের তাবড় তাবড় প্লেয়াররা যা পারেননি, সেটাই করে দেখালেন বিরাট। প্রথম প্লেয়ার হিসেবে ICC-র তিনটে দলেই (টেস্ট, ওডিআই ও টি-২০) জায়গা করে নিলেন তিনি।

সম্প্রতি ২০২২ সালের সেরা দল ঘোষণা করেছে ICC। তিন ফর্ম্যাটেই দলের নাম ঘোষণা করেছে। যেখানে টি-২০ দলে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। এই প্রথমবার ICC-র বর্ষসেরা টি-২০ দলে জায়গা পেলেন বিরাট কোহলি। টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে জস বাটলারকে। বিরাট কোহলি বাদে ভারত থেকে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া সুযোগ পেয়েছেন।

কোহলি একমাত্র প্লেয়ার যিনি টেস্ট, ওডিআই ও টি-২০ ক্রিকেটে বর্ষসেরা তালিকায় সুযোগ পেলেন। এরআগে তিনি তিনবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন। ওডিআই দলে বর্ষসেরা প্লেয়ার তিনি অতীতে হয়েছেন ৬ বার। আর টি-২০ তে হলেন প্রথমবার।

দেখে নিন কোন কোন বছরে বিরাট সেরা হয়েছেন:  টেস্ট দল- ২০১৭, ২০১৮ ও ২০১৯, ওডিআই দল- ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, টি-২০ দল- ২০২২

২০২২ সালের টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছেন। ২৯৬ রান করে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ICC-র বর্ষসেরা ওডিআই দলে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয়। শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ রয়েছেন তালিকায়। ওডিআই দলের নেতা হয়েছেন বাবর আজম।

দেখে নিন ICC-র বর্ষসেরা টি-২০ দল: জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), মহম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিল্পস, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, স্যাম কারান, ওয়ানিনডু হাসারঙ্গা, হ্যারিস রউফ, জস লিটল

ICC-র বর্ষসেরা ওডিআই দল: বাবর আজম (অধিনায়ক), ট্রেভিস হেড, সাই হোপ, শ্রেয়স আইয়ার, টম লাথাম (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মেহেদি হাসান মিরাজ, আলঝারি জোসেফ, মহম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে