মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৭:২৪

আদালতে হ্যাপীর জবানবন্দি, কি আসতে পারে সিদ্ধান্ত?

 আদালতে হ্যাপীর জবানবন্দি, কি আসতে পারে সিদ্ধান্ত?

স্পোর্টস ডেস্ক: গত ৬ সেপ্টেম্বর জাতীয় দলের পেসার শাহাদাত হোসেনের বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মিরপুর থানায় একটি জিডি করেন তিনি। একদিন পর রাত ৮টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে স্থানীয় লোকজন হ্যাপিকে উদ্ধার করে মিরপুর থানায় নিয়ে যায়।

উদ্ধারের পর হ্যাপী অভিযোগ করে রাজীব ও তার স্ত্রী তার উপর প্রায়ই নির্যাতন চালাতেন। সেই সময় খোন্দকার মোজ্জাম্মেল নামে স্থানীয় এক ব্যক্তি শিশু নির্যাতনের দায়ে শাহাদাতের নামে একটি মামলা দায়ের করেন। এর পর থেকেই শাহাদাত তার পরিবার নিয়ে আত্মগোপনের রয়েছেন।

ওই ঘটনায় শিশু গৃহকর্মী রাজীব পরিবারের হাতে নির্যাতনের সম্পূর্ণ জবানবন্দি আদালতে দিয়েছে। জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেন।

মেট্রোপলিট্টন মেজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে গতকাল (সোমবার) হ্যাপি নির্যাতনের ঘটনা সবিস্তারে বর্ণনা দেয়।
সোমবার বেলা ৩টা থেকে প্রায় এক ঘণ্টা বিচারক তার জবানবন্দি গ্রহণ করেন।
২২ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে