 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক: স্বপ্নের ছন্দে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে দুটি শতরান। তার মধ্যে একটি আবার দ্বিশতরান। ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে ২১ ম্যাচে করে ফেলেছেন চার শতরান। এদিকে সিরিজ জয়ের পর শুভমানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেতা রোহিত। যিনি দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে শতরান পেলেন।
তিন ম্যাচের একদিনের সিরিজে ৩৬০ রান করে যুগ্মভাবে বাবর আজমের সঙ্গে শীর্ষে গিল। সেই গিলকে মঙ্গলবার ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, শচীন এবং বিরাটের মধ্যে একজনকে বেছে নিতে। জবাবে গিল বেছে নিয়েছেন বিরাটকেই। শুভমানের এমন জবাব জানলে কষ্ট পাবেন শচীন টেন্ডুলকার।
কারণ হিসেবে তরুণ ব্যাটার বলেছেন, ‘আমার বাবা শচীনের বিরাট ভক্ত ছিল। শচীন যখন অবসর নেয়, তখন আমি খুবই ছোট। খেলাটা ভাল করে বুঝতামই না কিন্তু যখন ক্রিকেট বুঝতে শুরু করলাম, তখন বিরাট ভাই চুটিয়ে খেলে যাচ্ছে। ব্যাটসম্যান হিসেবে বিরাট ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি।’