বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ০৫:২১:৫৩

আইসিসির থেকে বড় পুরস্কার পেলেন মোহাম্মদ সিরাজ

আইসিসির থেকে বড় পুরস্কার পেলেন মোহাম্মদ সিরাজ

স্পোর্টস ডেস্ক: ঝুলিতে মাত্র ২১টি একদিনের ম্যাচ। নিয়েছেন ৩৮ উইকেট। এরমধ্যে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত দুই সিরিজে নিয়েছেন মোট ১৪টি উইকেট। আর সেই সুবাদে ট্রেন্ট বোল্টকে সরিয়ে আইসিসি একদিনের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে চলে গেলেন মোহাম্মদ সিরাজ। বোল্ট নেমে এসেছেন তিন নম্বরে। 

দ্বিতীয় স্থানে রয়েছেন জশ হ্যাজেলউড। সিরাজের এমন উত্থানের পর স্বভাবতই স্বস্তি পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। পিঠের চোটের জন্য এমনিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে  নেই জসপ্রীত বুমরাহ। অজিদের বিরুদ্ধে নামার আগে সিরাজের এই উত্থান যে ভারতীয় শিবিরকে স্বস্তি যোগাবে, এমনটা কিন্তু বলে দেওয়াই যায়। 

সিরাজের শীর্ষে যাওয়া নিয়ে রোহিত বলেছেন, "ও গত এক বছরে দারুণ পারফর্ম করেছে। দল ওর কাছ থেকে কী প্রত্যাশা করছে সেটা সিরাজ খুব ভালোভাবে জানে। নতুন বলে সিরাজ অনবদ্য। এমনকি মাঝের ওভারে পুরনো বলে দারুণ রিভার্স সুইং করাতে পারে। সেইজন্যই এত সাফল্য পাচ্ছে।" 

গত দুই বছর একদিনের ক্রিকেটে খুব ভাল ছন্দে রয়েছেন সিরাজ। দেশের মাটিতে ব্যাটিং সহায়ক পিচেও নতুন বলে আগুন ঝরিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দুটি সিরিজেই দলকে শুরুতেই সাফল্য এনে দিয়েছিলেন সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। এরপর কিউইদের বিরুদ্ধেও জ্বলে উঠেছিলেন। 

নিয়েছেন ৩ ম্যাচে ৫ উইকেট। আসলে গত ১২ মাসে পারস মাম্বরের তত্বাবধানে নিজেকে অনেকটা ঘষে মেজে নিয়েছেন সিরাজ। আর সেই পরিশ্রমের জন্য আইসিসির থেকে বড় পুরস্কার পেলেন ২৮ বছরের হায়দরাবাদ এক্সপ্রেস মোহাম্মদ সিরাজ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes