মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:২৬:২৫

অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন আরেক ভারতীয় ক্রিকেটার

অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন আরেক ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকেই তার উত্থান। চেন্নাই সুপার কিংসের জার্সি তাকে বিশ্বজোড়া পরিচিতি দিয়েছে। আবার সিএসকের হয়ে অবনদ্য পারফরম্যান্স তাকে ভারতের জাতীয় দলে জায়গা করে দিয়েছে। ২০২১ সালে মেন ইন ব্লু-র জার্সিতে অভিষেক হয় ঋতুরাজ গায়কোয়াড়ের। 

পুনের এই ডানহাতি ব্যাটার আজ ২৬ বছরে পা দিলেন। মহারাষ্ট্রের পুনেতে ১৯৯৭ সালের ৩১ জানুয়ারি জন্ম ঋতুরাজের। জন্মদিনটি তিনি ভাগ করে নেন অন্য একজনের সঙ্গে। তিনি হলেন মারাঠি অভিনেত্রী সায়ালি সঞ্জীব। গতবছরের শেষদিক থেকে সায়ালির সঙ্গে ধোনির টিমের ওপেনারের প্রেমের গুঞ্জন চলছে জোরদার।

গুঞ্জন রটে, অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন আরেক ভারতীয় ক্রিকেটার। দুই জনের জন্মদিন একইদিনে, শুধু সাল আলাদা। মহারাষ্ট্রের ধুলে ১৯৯৩ সালে আজকের দিনে জন্ম সায়ালির। অর্থাৎ ঋতুরাজের জল্পনার প্রেমিকা তার থেকে ৪ বছরের বড়। একে অপরের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন। তাতেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা।

প্রেমের গুঞ্জনে সরাসরি কিছু না বললেও ওই অভিনেত্রী মারাঠিতে একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, "একজন বোলারই আমার উইকেট নিতে পারেন। ক্লিন বোল্ড করতে পারেন। আর কেউ নয়।" তবে জাতীয় দলের ক্রিকেটার এই বিষয়ে মুখ খোলেননি।

প্রেম জীবন থেকে কেরিয়ারের দিকে চোখ ফেরালে দেখা যাবে, ২০২১ সালের আইপিএলে ঋতুরাজ গায়কোয়াড় সিএসকের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন। ওই মরসুমে ৬৩৫ রান করেছিলেন। পিছনে পড়ে গিয়েছিলেন বিরাট কোহলি, এমএস ধোনি এবং রোহিত শর্মা।

ঋতুরাজের প্রফেশনাল কেরিয়ার শুরু হয় ২০১৬ সালে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে রণজি ট্রফির ম্যাচে খেলেছিলেন। এরপর ২০১৭ সালে প্রথম লিস্ট এ ম্যাচ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে শুরু করেন। সেখান থেকে আইপিএলে প্রবেশ। আইপিএল থেকে জাতীয় দলে।

২০২১ সালে জাতীয় দল থেকে ডাক পান ঋতুরাজ। সেই বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন। এখনও পর্যন্ত ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। আইপিএলে শতরানের নজিরও রয়েছে ঋতুরাজের। ২০২১ সালের সংস্করণে দারুণ ফর্মে ছিলেন। আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬১ বলে শতরান পূর্ণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes