বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:২১:৩৭

অস্ট্রেলিয়ার জন্য থাকছে ভারতের এই বিশেষ পরিকল্পনা

অস্ট্রেলিয়ার জন্য থাকছে ভারতের এই বিশেষ পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক: নাগপুর টেস্টে ভারতের প্রথম একাদশ বৃহস্পতিবার, অর্থাৎ ম্যাচ শুরুর দিনই জানা যাবে বলে মন্তব্য করলেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। তবে পিচ স্পিন সহায়ক হলে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামার সম্ভাবনার কথাও জানান কেএল রাহুল।

বিয়ের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে নাগপুরে সাইবাবার মন্দিরেও ঘুরে এসেছেন রাহুল। নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, ভারতে টার্নিং উইকেটের কথা ভেবে তিন স্পিনার খেলানোর পরিকল্পনা থাকে। তবে ম্যাচ শুরুর আগে পিচ দেখেই একাদশ চূড়ান্ত করা হবে। 

উল্লেখ্য, ভারতের স্পিন বিভাগ বেশ শক্তিশালী। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল রয়েছেন। কুলদীপ বাংলাদেশে টেস্টে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। জাদেজা ফিরছেন চোট সারিয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, অশ্বিন-জাদেজা জুটিই প্রথম একাদশে থাকার বিষয়ে এগিয়ে। 

দুজনে বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংও করতে পারেন। অস্ট্রেলিয়ার জন্য থাকছে ভারতের এই বিশেষ পরিকল্পনা। ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন, কুলদীপ যাদবকেও প্রথম একাদশে রাখতে। ভারত যদি তিন স্পিনারেই যায় তাহলে কুলদীপ যাদব নাগপুর টেস্টে খেলতে পারেন। ঋষভ পান্থ নেই। 

সেক্ষেত্রে ব্যাটিংয়ের সময় কোন রণকৌশল নেবে সেই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, আমরা টেস্ট খেলার ধরন মেনেই খেলতে চাই। পরিস্থিতি অনুযায়ী যদি মনে হয় ফ্রি শট খেলার দরকার আছে, তাহলে সেটাও হবে। অস্ট্রেলিয়া ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলেনি। এতে বিশেষ কোনও ফারাক হবে না বলেই ধারণা রাহুলের। তিনি প্যাট কামিন্সের দলকে সমীহের চোখেই দেখছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে