বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০৮:৫৬

অস্ট্রেলিয়াকে 'দেখে নেওয়া'র হুমকি দিলেন কোহলি!

অস্ট্রেলিয়াকে 'দেখে নেওয়া'র হুমকি দিলেন কোহলি!

স্পোর্টস ডেস্ক: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। ৪ ম্যাচের এই সিরিজ ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিরিজে দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে প্রতিটা প্লেয়ারের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। 

পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ও হাতে সময় নিয়ে প্রস্তুতি শেষ করে সিরিজে নামছে ভারত। এই সিরিজে বিশেষ করে নজর থাকবে বিরাট কোহলির দিকে। ওডিআই ও টি-২০ তে তিনি সেঞ্চুরি পেলেও টেস্টে তিনি সেঞ্চুরি পাননি অনেকদিন। বর্ডার-গাভাস্কার ট্রফিতে তার ব্যাট থেকে টেস্ট সেঞ্চুরি দেখতে চাইছেন সমর্থকরা। 

পাশাপাশি ফর্মে থাকা বিরাটও চাইছেন ফর্মে ফিরে আসতে। তাই অনুশীলনে কোনও ত্রুটি রাখছেন না তিনি। সিরিজ শুরুর আগে চারদিন ধরে প্রস্তুতি সেরেছে ভারত। একই ছবি অস্ট্রেলিয়া শিবিরেও। অস্ট্রেলিয়ার স্পিন শক্তি বলতে একমাত্র নাথান লিয়ন। 

তাকে রুখতে কাউন্টার অ্যাটাক নির্ভর ক্রিকেট ও স্যুইপ শটে ভরসা রাখছেন রাহুল দ্রাবিড়। রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেখা গিয়েছে নেটে দীর্ঘক্ষণ ধরে স্যুইপ শট অনুশীলন করতে। এছাড়া সিরিজের বাইরে থাকা একাধিক স্পিনারকে ডেকে নেওয়া হয়েছে এই সিরিজে বল করার জন্য।

বাকিদের সঙ্গে বিরাট কোহলি নিজেকে নিয়ে আলাদা করে প্রস্তুতি সেরেছেন। দীর্ঘক্ষণ নেটে অনুশীলন সেরেছেন তিনি। ব্যাটিং কোচ ও দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছেন তিনি। তাকে ফুটবল খেলতেও দেখা গিয়েছে প্রস্তুতির জন্য। তবে খেলার শুরু আগে অস্ট্রেলিয়াকে 'দেখে নেওয়া'র হুমকি দিলেন কোহলি!

বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য বিরাট যে আলাদা করে প্রস্তুতি নিয়েছেন তার প্রমাণ মিলেছে। তিনি সিরিজ শুরুর আগে একটি পোস্টও করলেন। ফেসবুকে পোস্ট করা তাঁর পোস্টে রয়েছে দুটো ছবি। ক্যাপশনে তিনি লেখেন, “বর্ডার গাভাস্কার ট্রফি আগামীকাল থেকে শুরু হচ্ছে। সবসময় এই সিরিজ খেলতে মুখিয়ে থাকি।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে