স্পোর্টস ডেস্ক : টেস্টে ক্রিকেটে ছোট ব্যাডম্যান খ্যাত মুমিনুল বাংলাদেশ বাংলাদেশ এ দলের অধিনায়ক। নাসির হোসেনকে করা হয় সহ-অধিনায়ক।
তাদের নেতৃত্বে ভারত সফরে যায় বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ। ভারতের কাছে বাংলাদেশের ২-১ ব্যবধানে পড়াজিত হওয়ার পড়েই আলোচনায় আসে এই প্রসঙ্গটি।
দুই দেশের ক্রিকেটারদের মধ্যে এ টুর্নামেন্টে সবচেয়ে ভালো খেলেন নাসির হোসেন। নাসিরকে সে স্বীকৃতি দেয়া হয়। বোলিংয়ের পর ব্যাটেও ভালো করেন। ব্যাটসম্যান হিসাবে দলে সুযোগ দেয়া হয় নাসিরকে। কিন্তু দলের প্রয়োজনে বোলিংটাও করেন বেশ। ৩ ম্যাচের ওয়ানডেতে মুমিনুলের রান ৫০ এর মত।
অন্যদিকে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে এ সিরিজে নাসিরের রান দুইশর কাছাকাছি। নাসির মোট ৮ টি উইকেট নিয়েছেন। একজন মূল বোলারও এটা করতে পারেন না।
টিমের অধিনায়ককে নিজের উজ্জ্বল ক্রিকেট দিয়ে যেন চরম লজ্জা দিয়েছেন নাসির! এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে ৩ দিনের ম্যাচে মুমিনুল কক্ষপথে ফিরে আসতে পারেন কিনা।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর