বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ০৭:০৩:০৭

সেঞ্চুরি না পাওয়ায় মারক্রামের আফসোস

সেঞ্চুরি না পাওয়ায় মারক্রামের আফসোস

স্পোর্টস ডেস্ক : লক্ষ্যে পৌঁছতে না পারলে সবার মনেই আক্ষেপ থেকে যায়। জোহানেসবার্গে মাত্র চার রান। তাতেই মারক্রাম পেয়ে যেতেন তিন অঙ্কের দেখা- টানা দুই টেস্টে। কিন্তু না। আক্ষেপে পুড়লেন প্রোটিয়া ওপেনার।
 
শতক না পাওয়ার আফসোসে পুড়লেন জরজিও। এরপর ব্যাটিং ধস। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে তাও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো অবস্থানে দক্ষিণ আফ্রিকা।
 
দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩১১ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে কম বেশি রান পেয়েছেন সবাই। সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন ওপেনার এইডেন মারক্রাম। ১৩৯ বলের ইনিংসে ১৭ বাউন্ডারি হাকান তিনি।
 
৫৪ বলে ৪২ রান করেন আরেক ওপেনার ডিন এলগার।একপর্যায়ে ২ উইকেটে ২৪৮ রান ছিল দক্ষিণ আফ্রিকার। এরপর ৬৩ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই শতকের আশা জাগানো জরজি করেন ১১ চারে ৮৫।
 
অধিনায়ক টেম্বা বাভুমা ২৮, রায়ান রিকেলটন ২২ রান করেন। ১৭ রানে অপরাজিত আছেন হেনরিখ খ্লাসেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে গুদাকেশ মটি ৩টি, কাইল মায়ার্স দুটি উইকেট নেন।
 
আগের টেস্টের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। কেশভ মহারাজ ও সাইমন হার্মারকে এক সঙ্গে একাদশে রেখে বিরল ঘটনার জন্ম দিয়েছে তারা। ১৯৬৫ সালের পর জোহানেসবার্গে এক টেস্টে দুই স্পিনারকে খেলাচ্ছে দলটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে