বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ০৯:৪৮:৪৬

পিএসজির বিদায় ইউরোপীয় মঞ্চ থেকে

পিএসজির বিদায় ইউরোপীয় মঞ্চ থেকে

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়ে হতাশ লিওনেল মেসি। প্রথম লেগে ১-০ গোলে জয়ের পর ফিরতি লেগে গোলশূন্য ড্র হলেই চলত বায়ার্ন মিউনিখের। আর বিপরীতে পিএসজির প্রয়োজন ছিল একাধিক গোল। 

কিন্তু করা তো দূরের কথা, উল্টো একাধিক গোল হজম করেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা। ফলে দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরে টানা দুই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ফরাসি জায়ান্টরা। 

দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় ইউরোপসেরার মঞ্চের কোয়ার্টার ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। পার্ক দ্য প্রিন্সেসের প্রথম লেগে পিএসজির সাবেক তারকা কিংসলি কোম্যানের গোলে জয় পেয়েছিল বায়ার্ন। 

এবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগেও জার্মান ক্লাবটির নায়ক পিএসজির আরেক সাবেক ফুটবলার এরিক ম্যাক্সিম চুপোমোতিং। শেষ দিকে অপর গোলটি করেন সার্জ জিনাব্রি।

ম্যাচের আগে বায়ার্নকে হারানোর হুঙ্কার দিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু মাঠে তাকে খুঁজেই পাওয়া যায়নি। মাঝেমধ্যে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান লিওনেল মেসি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি আর্জেন্টাইন সুপারস্টার।

২৪তম মিনিটে নুনো মেন্ডেসের বাড়ানো বল বায়ার্নের ছোট ডি-বক্সে পেয়ে শট নেন মেসি। কিন্তু আর্জেন্টাইন তারকার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ৩৭ মিনিটে জার্মান জায়ান্টদের রক্ষা করেন ডাচ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। 

বায়ার্ন গোলকিপারের ভুলে বল পেয়ে যান ভিতিনিয়া। তার শট গোললাইন স্পর্শ করার আগমুহূর্তে পা দিয়ে প্রতিহত করেন এই ডাচ সেন্টার ব্যাক। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রায় গোল পেয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। 

চুপোমোতিং বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। আক্রমণের ধারা ধরে রেখে ৬১ মিনিটে ঠিকই গোল পেয়ে যান ক্যামেরুনের এই স্ট্রাইকার। পিএসজি রক্ষণে ভেরাত্তি থেকে বল কেড়ে নিয়ে গোয়েৎকাকে পাস দেন টমাস মুলার। 

গোয়েৎকা দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা চুপোমোতিংকে। দেখেশুনে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ২০২০ সালে পিএসজি থেকে বায়ার্নে যোগ দেওয়া এই স্ট্রাইকার।

দুই লেগ মিলিয়ে জোড়া গোলে পিছিয়ে পড়ায় আক্রমণাত্মক হওয়া ছাড়া উপায় ছিল না পিএসজির। কিন্তু ফরাসি ক্লাবটির কোনো আক্রমণ গোছালো হয়নি। ৮৯ মিনিটে আরেকটি গোল করে পিএসজির বিদায় নিশ্চিত করেন সার্জ জিনাব্রি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে