শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০৯:২৩:৩৪

সেই চাওয়া পূরণ হচ্ছে না এমবাপের, কারণ ছাড় দিতে রাজি নন মেসি!

সেই চাওয়া পূরণ হচ্ছে না এমবাপের, কারণ ছাড় দিতে রাজি নন মেসি!

স্পোর্টস ডেস্ক: ফরাসি তারকা কিলিয়ান এমবাপে অনেক দিন ধরেই সতীর্থ তারকা ফুটবলারদের নিয়ে নিজের অস্বস্তির জানান দিয়ে আসছিলেন। কিছুদিন পরপরই শোনা যায়, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান নেইমারকে একই ক্লাবে দেখতে চান না তিনি। 

সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর আবারও আলোচনা ওঠে, কোনো আর্জেন্টাইনকেই তিনি দলে চান না। যদিও দলটিতে বর্তমানে আর্জেন্টিনার কেবল মেসিই খেলছেন। এভাবেই ক্লাবটির সর্বেসর্বা হয়ে উঠতে চান এমবাপে। তবে তার সেই চাওয়া হয়তো আর পূরণ হচ্ছে না। কারণ, তাকে একবিন্দুও ছাড় দিতে রাজি নন মেসি!

এমন চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে ক্রীড়া সাংবাদিক গিলেম বালাগের কণ্ঠে। মেসির জীবনী নিয়ে কাজ করা বালাগ পিএসজিতে বিশ্বজয়ী মহাতারকার সাম্প্রতিক তৎপরতার বিষয়গুলো সামনে এনেছেন। তার মতে, মেসি ফরাসি ক্লাবের সঙ্গে নিজের দর বাড়ানোর কাজ শুরু করে দিয়েছেন। 

অথচ এতদিন পর্যন্ত শোনা গিয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নন মেসি। কিন্তু কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোরই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে সময় লেগেছে। সেটি বিভিন্ন কারণে। কিন্তু এ মৌসুম অন্যভাবে শুরু করেছি। অনেক কিছু জেতার ইচ্ছে আছে মনে। আমি এই ক্লাব, শহর ও শহরের মানুষদের উপভোগ করতে শুরু করেছি। হ্যাঁ, খুব ভালো একটা মৌসুম কাটাচ্ছি।

তবে বায়ার্ন মিউনিখের সঙ্গে হেরে পিএসজির বিদায়ে মেসি আবারও থেকে যাবেন কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু নতুন করে মেসির জীবনী-লেখকের মন্তব্যে ধোঁয়াশা কাটতে শুরু করেছে। বালাগ বলছেন, ‘মেসির বাবা জর্জের সঙ্গে পিএসজি ডিরেক্টর লুইস ক্যাম্পোসের কথাবার্তা চলছে। মেসি যে পিএসজিতেই থাকতে চান, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু চুক্তি সই করার আগে তিনি অনেকগুলো শর্ত দিতে চলেছেন। তার মধ্যে এমন কিছু বিষয়ও রয়েছে যেগুলো ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘যদি এমবাপে ক্লাব ছাড়েন এবং কাতার আর পিএসজিতে বিনিয়োগ না করে বা আর্থিক কারণে পিএসজি যদি মেসি বা অন্য কোনো ফুটবলারকে বিক্রি করে; তার প্রতিফলন কী হতে পারে, এ সবকিছুই আগে জেনে নিতে চাইছেন মেসি। তারপরই তিনি চুক্তিতে সই করবেন।’

তবে মেসি নিশ্চিতভাবেই পিএসজিতে থাকছেন- এমনটা না ভাবার পরামর্শ দিয়ে বালাগ জানান, ‘চুক্তি নিয়ে কথা চলছে মানেই মেসির সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। যার সঙ্গে কথা চলছে, সেই ক্যাম্পোসই হয়তো ক্লাব ছাড়তে পারেন। তখন পরিস্থিতি বদলে যেতে পারে। কাতারের মালিকরা কী বলছেন, তার ওপরও অনেক কিছু নির্ভর করছে।’

মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হবে। দীর্ঘদিন ধরে পিএসজি সেই চুক্তি বাড়ানোর চেষ্টা করলেও মেসি তাতে সাড়া দেননি। গণমাধ্যমের মতে, ক্লাবটির ভবিষ্যত পরিকল্পনা পছন্দ নয় তার। 

এরপর মেসির সাবেক ক্লাব বার্সেলোনা থেকে শুরু করে আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি, সৌদি আল ইত্তিহাদ ও শৈশবের ক্লাব ওল্ড বয়েজের নাম তার গন্তব্য হিসেবে আলোচনায় আসে। নতুন করে বালাগের মন্তব্য সেই জল্পনায় আরও পানি ঢেলে দিয়েছে। এখন মেসির চূড়ান্ত সিদ্ধান্ত ও চুক্তির সইয়ের কাঙ্ক্ষিত সেই সময়ের অপেক্ষা!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes