শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১১:০৪:২৭

গম্ভীর হেরে গেলেন শহীদ আফ্রিদির কাছে

গম্ভীর হেরে গেলেন শহীদ আফ্রিদির কাছে

স্পোর্টস ডেস্ক : ম্যাচটা ছিল শহীদ আফ্রিদি বনাম গৌতম গম্ভীরের। আফ্রিদির এশিয়া লায়ন্সে বাংলাদেশের সাবেক বাঁ-হাতি স্পিনার ও বর্তমানে নির্বাচক আবদুর রাজ্জাক, তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গার মতো সাবেক তারকা ক্রিকেটাররা রয়েছেন।

গম্ভীরের ইন্ডিয়া মহারাজাসে খেলেছেন মোহাম্মদ কাইফ, হরভাজন, ইরফান ও ইউসুফ পাঠানের মতো সাবেকরা।আকাশ থেকে খসে পড়া তারকাদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসেছে লিজেন্ডস লিগ ক্রিকেটের (এলএলসি) আসর।

শুক্রবার দোহায় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে এশিয়া লায়ন্স ৯ রানে হারিয়েছে মহারাজাসকে। আফ্রিদির কাছে হেরে গেছেন গম্ভীর। ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে লায়ন্স ১৬৫ রান করে ছয় উইকেটে। মিসবাহ-উল-হক ৫০ বলে ৭৩ রান করে টপ স্কোরার। উপুল থারাঙ্গা ২০ ও অধিনায়ক আফ্রিদি ১২ রান করেন। 

টার্গেট তাড়া করতে নেমে মহারাজাস আট উইকেটে ১৫৬ রানে থামে পুরো ২০ ওভার ব্যাট করে। মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না ও ইউসুফ পাঠান ব্যর্থ হন বড় রান করতে।  শুধু অধিনায়ক গম্ভীর ফিফটি (৫৪) করেন।মুরালি বিজয় ২৫ ও কাইফ ২২।লায়ন্সের সোহেল তানভির নেন চার উইকেট।টুর্নামেন্টের ফাইনাল ২০ মার্চ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে