রবিবার, ১২ মার্চ, ২০২৩, ০৭:১০:৪৪

বাবর আজমের জন্য পিসিবিকে ধুয়ে দিলেন এই সাবেক ক্রিকেটার

বাবর আজমের জন্য পিসিবিকে ধুয়ে দিলেন এই সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান-আফগানিস্তান সিরিজে বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ানকে বিশ্রামে পাঠানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবরের পরিবর্তে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদিকে চায় পিসিবি। আর সিনিয়রদের বিশ্রামে পাঠিয়ে জুনিয়র খেলোয়াড়দের নামানোর কথা ভাবা হচ্ছে।
 
তবে পিসিবির এমন পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার রশিদ লতিফ। নাজম শেঠির নেতৃত্বে গঠিত পিসিবির বর্তমান কমিটিকে ধুয়ে দিলেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। খবর ক্রিকেট পাকিস্তানের। 
 
রশিদ লতিফ বলেন, এখানে অধিনায়কত্বের প্রশ্ন না। এটা খেলোয়াড়দের সম্মিলিত শক্তির ব্যাপার। শাহিন, ফখর, বাবর, রিজওয়ান, শাদাব একটি ঐক্যবদ্ধ শক্তি। আর পিসিবি এই ঐক্য নষ্ট করতে চায়। 

তিনি আরও বলেন, তারা বাবর ও রিজওয়ানকে বসিয়ে শাহিনকে অধিনায়ক বানিয়ে খেলোয়াড়দের নিরাপত্তাহীনতায় ফেলতে চায়। তারা (পিসিবি) 'ভাগ কর ও শাসন কর' নীতি প্রয়োগ করছে। এতে লাভ হওয়ার চেয়ে বরং ক্ষতিই বেশি হবে।

পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজাও রশিদ লতিফের সঙ্গে একমত প্রকাশ করেছেন। তিনি বলেন, বাবর আজমের কানে এ খবর যেন না পৌঁছে যে, তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি। তিনি চমৎকার ও পরিণত একজন অধিনায়ক। মনে হচ্ছে, পিসিবির বর্তমান কমিটি পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর আজমকে হজম করতে পারছে না।

প্রসঙ্গত, শারজাহতে ২৫ মার্চ থেকে তিন ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে এ সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে সিরিজ শুরুর ম্যাচ এক দিন এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ ২৪ মার্চ মাঠে গড়াবে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।

আফগানিস্তান-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি
# ১ম টি-টোয়েন্টি - ২৪ মার্চ, শারজাহ # ২য় টি-টোয়েন্টি - ২৬ মার্চ, শারজাহ # ৩য় টি-টোয়েন্টি - ২৭ মার্চ, শারজাহ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে