সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১২:১৭:৩৬

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে নতুন মুখ

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক : সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলেও ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজয়ের সিরিজে ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিলেন না মিডল অর্ডার এই ব্যাটার। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মিষ্টার ফিনিশারকে বিশ্রামে পাঠানো হয়েছে।

রোববার (১২ মার্চ) আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের জন্য তামিম ইকবালকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকির হাসান। মাস কয়েক আগেই টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার প্রথমবারের মতো ওয়ানডে দলে দলে জায়গা পেলেন। যদিও টি-টোয়েন্টি দিয়ে রঙিন পোশাকে তার অভিষেক হয়েছিল।

ইংল্যান্ড সিরিজের দল থেকে মাহমুদউল্লাহ ছাড়াও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেও ঠিক নিজের জায়গা ধরে রাখতে পারলেন না টেস্ট দলের নিয়মিত এই স্পিনার। এছাড়া দলে ফিরেছেন ইয়াসির আলি রাব্বি ও পেসার শরিফুল ইসলাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে আগামী ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং জাকির হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে