সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ০১:৩৪:৩৭

এবার হ্যাটট্রিক শিরোপা জয়ে মাঠে নামবে বাংলাদেশ

এবার হ্যাটট্রিক শিরোপা জয়ে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আগের দুই আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরের মুকুটও ধরে রাখতে চান রুহুল তরফদাররা। 

তবে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে দলের অন্যতম দুই খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে এই টুর্নামেন্টে নেই জিয়াউর রহমান ও লিটন আলী। দুজনেরই অভিজ্ঞতা আছে ভারতের প্রো-কাবাডি লিগে খেলার। তাঁদের শূন্যতা পূরণের দায়িত্ব চেপেছে মনিরুল ইসলাম, সবুজ প্রধান ও নাসির উদ্দিনদের কাঁধে। 

অধিনায়ক রুহুল তরফদারের কণ্ঠে হ্যাটট্রিক শিরোপা জেতার প্রত্যয়, ‘আমরা দুই মাস টানা অনুশীলন করেছি, প্রস্তুতি ভালো। আশা করি, আমরা এবারও শিরোপা জিততে পারব।’ আগের চেয়ে দলের সংখ্যা বেড়ে এবার অংশ নিচ্ছে মোট ১২টি দেশ। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। একই গ্রুপে লড়বে স্বাগতিক বাংলাদেশ ও আর্জেন্টিনা। 

টুর্নামেন্ট উপলক্ষে রবিবার ট্রফি উন্মোচন ও গ্রুপিং অনুষ্ঠিত হয়। গ্রুপ ‘এ’তে লড়বে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। গ্রুপ ‘বি’তে খেলবে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। গ্রুপে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা দুই দল চলে যাবে সেমিফাইনালে। বাংলাদেশ-পোল্যান্ড ম্যাচ ছাড়াও আজ হবে আরো দুটি ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে