বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ০৮:০৬:৩৮

সাকিবের ‘ফিল্ডিং’ নিয়ে এবার নতুন লক্ষ্য কী

সাকিবের ‘ফিল্ডিং’ নিয়ে এবার নতুন লক্ষ্য কী

স্পোর্টস ডেস্ক : অনেক সুসময় পার করছেন টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজ জয়ের পর খেলোয়াড়দের নিয়ে মঞ্চের সামনে অনেক আনন্দ করেছেন তিনি। কিন্তু কোচ হাথুরুসিংহে তখন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে পরামর্শে ব্যস্ত। দীর্ঘক্ষণের এ আলোচনায় কী হয়েছে, তা অবশ্য জানা যায়নি। 

তবে টি-টোয়েন্টির নতুন সূচনার এ দলকে ঘিরে তার যে পরিকল্পনা, সেটারই হয়তো আভাস। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক সাকিবও এ দলকে এশিয়ার সেরা করার প্রত্যয় ব্যক্ত করেন। সিরিজ জয়ের ভাবনা ছিল কি, এ প্রশ্নে সাকিব বলেন, নাহ, ওভাবে ছিল না। কিন্তু সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি আমাদের ম্যাচ জিততে হবে বা এমন কিছু।

আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখা। বোলিংয়ে-ফিল্ডিংটা আমাদের তিনটা ম্যাচেই অসাধারণ ফিল্ডিং হয়েছে। যেটা আমাদের বিশেষত টি-টোয়েন্টিতে যেখানে ২-৪-১০-১৫-২০ রান পার্থক্য তৈরি করে, ওই জায়গায় অনেক বড় টিক মার্ক দিয়েছি।

অবশ্যই এটা সিরিজে বাংলাদেশের ভালো ফিল্ডিং, সাধারণ যে কোনো মানুষেরই চোখে পড়েছে। তিন ম্যাচেই যে ধরনের ফিল্ডিং আমরা করেছি। ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল। তবুও আমার মনে হয়, আমরা তাদের থেকে ভালো ফিল্ডিং করেছি। 

সেই জায়গা থেকে অনেক বড় একটা টিক মার্ক। আমি যদি সবকিছু বিবেচনায় রাখি, আমাদের সবচেয়ে বড় উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। যেটা আমাদের সবসময়ই করা উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে