বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১১:৫৪:২৫

কেকেআরের কী পোস্ট লিটন দাসকে নিয়ে

কেকেআরের কী পোস্ট লিটন দাসকে নিয়ে

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে লিটন দাসের ব্যাটে রান ছিল না। প্রথম দুই টি-টোয়েন্টিতে বজায় ছিল ব্যর্থতার ধারাবাহিকতা। কিন্তু তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস। এতে বাংলাদেশের সহ-অধিনায়ককে নিয়ে একটি পোস্ট করে কেকেআর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে ইনজুরিতে পড়েন কেকেআরের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার। আগামী ৩১ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর। স্বাভাবিকভাবে নতুন আসরের প্রথম থেকে নাও খেলতে পারেন তিনি। এ অবস্থায় কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে গুঞ্জন। 

হঠাৎ করেই সামনে চলে আসে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের নাম। মঙ্গলবার শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ বলে ৭৩ রান করেন তিনি। এর পরেই লিটনের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে কেকেআর। এতে শুরু হয় গুঞ্জন। এবারের মিনি নিলামে ৫০ লাখ রুপিতে লিটনকে দলে ভেড়ায় আইপিএলের দুবারের চ্যাম্পিয়নরা। 

ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সমান দক্ষ হওয়ায় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মনে করা হচ্ছে তাকে। এমনকি অনেকের মতে, অধিনায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হতে পারে লিটনকে। যদিও এ বিষয়ে কিছুই জানায়নি কেকেআর। শ্রেয়াস আইয়ার না খেলতে পারলে তার জায়গায় অধিনায়কত্ব করতে পারেন আন্দ্রে রাসেল, টিম সাউদি, নিতিশ রানাও। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বাংলাদেশের খেলা থাকায় এখনই ছাড়পত্র পাচ্ছেন না আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটাররা। এবার আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। দিল্লিতে খেলবেন মুস্তাফিজুর রহমান আর কলকাতার হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান ও লিটন দাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে