শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ০২:৪১:১৬

ফিফার সভাপতি ইনফান্তিনোর হ্যাটট্রিক

ফিফার সভাপতি ইনফান্তিনোর হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : ভালো কাজের সুফল ও মন্দ কাজের কুফল শিরোধার্য সবার জন্য। টানা তৃতীয়বারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার ফিফার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। 

এর মানে ২০২৭ সাল পর্যন্ত ফিফার শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন সুইস এই নাগরিক। ২০১৬ সালে প্রথমবারের মতো ফিফার সভাপতি পদে নির্বাচিত হন ইনফান্তিনো। সভাপতি পদে নির্বাচনে তিনি তখন পরাজিত করেন সেফ ব্লাটারকে। 

দ্বিতীয় মেয়াদেও জেতেন তিনি। এবার হলো হ্যাটট্রিক। ফিফা সভাপতিকে জিজ্ঞাসাবাদে রুয়ান্ডার রাজধানীতে অনুষ্ঠিত কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘এখানে বিপুলসংখ্যক প্রতিনিধি আমাকে ভালোবাসেন এবং কিছুসংখ্যক আছেন যারা আমাকে ঘৃণা করেন। 

তবে আমি সবাইকে ভালোবাসি। ইনফান্তিনোকে ভোট দেননি নরওয়ে  ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস। এই তালিকায় ছিলেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নুয়েনডর্ফও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে