শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১২:৪৪:৪০

আইপিএল নাকি বিবিএল? যেটি বেশি পছন্দ বাবর আজমের

আইপিএল নাকি বিবিএল? যেটি বেশি পছন্দ বাবর আজমের

স্পোর্টস ডেস্ক : এবার আইপিএল এবং বিগ ব্যাশ লিগ নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। সবচেয়ে ধনী টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বদলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগকেই এগিয়ে রেখেছেন বাবর। তিনি নাকি বিবিএল দেখতেই বেশি পছন্দ করেন। আসলে, বাবর আজমকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি কোন টুর্নামেন্ট বেশি পছন্দ করেন, আইপিএল নাকি বিবিএল?

তখন তিনি বিবিএলের নাম বলেন। আইপিএলকে বিশ্বের বড় বড় টুর্নামেন্টের সঙ্গে তুলনা করা হয়। অর্থের দিক থেকে আইপিএল বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ। একই সময়ে সারা বিশ্বের কিংবদন্তি ক্রিকেটাররা এই লিগ খেলেন। যে কারণে এই টুর্নামেন্টের ম্যাচগুলি উত্তেজনায় ভরা থাকে। তবে বিগ ব্যাশ লিগের ক্ষেত্রেও সেরা ম্যাচই হয়ে থাকে। এবং আইপিএল এবং বিগ ব্যাশ লিগ নিয়ে সারাক্ষণই তুলনা চলতে থাকে।

অনেক সময় খেলোয়াড়দের তাদের প্রিয় টি-টোয়েন্টি লিগ সম্পর্কে জানতে চাওয়া হয়। সে রকমই পেশোয়ার জালমি পডকাস্টে বাবর আজমকে বিবিএল এবং আইপিএলের মধ্যে বেছে নিতে বলা হলে তিনি আইপিএলের পরিবর্তে বিবিএলের নাম নেন।

বাবর আজম বলেছেন যে তিনি আইপিএলের চেয়ে বিগ ব্যাশ লিগ বেশি পছন্দ করেন। বাবরের যুক্তি হল, ‘অস্ট্রেলিয়ার পরিস্থিতি ভিন্ন। সেখানকার পিচগুলো সত্যিই দ্রুত এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেখানে আইপিএলে আপনি একই এশিয়ান কন্ডিশন পাবেন।’

এদিকে বাবর এখনও বিগ ব্যাশ লিগে খেলেননি। আর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক জটিলতার কারণে পাকিস্তানের প্লেয়ারদের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয় না। বাবর অবশ্য নিজের দেশে পিএসএলে-এ খেলেন। তবে এই মাসের শুরুর দিকে বাবর আজম ২০২৩ সালের জন্য দ্য হান্ড্রেড ড্রাফটে নাম নিবন্ধন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে