স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা কাবডি দলটি ঢাকায় আসার পর থেকেই তাদের প্রতি বাড়তি দৃষ্টি ছিল সবার। গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ দর্শকরাও মেসির দেশের কাবাডি দেখার জন্য আগ্রহী ছিল।
আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ও দলটির কোচ রিকার্ডো আকুনি ঢাকায় এসে একটি জয় নিয়ে ফেরার প্রত্যাশার কথা শুনিয়েছিলেন; কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। গ্রুপের ৫ ম্যাচের সবক'টি হেরে শূন্য হাতে ২২ মার্চ দেশে ফিরে যাচ্ছে তারা।
গ্রুপপর্ব থেকে আগেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। রোববার পোল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ ছিল তাদের। প্রতিপক্ষ পোল্যান্ডেরও নিয়ম রক্ষার ম্যাচ। কারণ, আর্জেন্টিনার মতো তারাও আগেই বিদায় নিয়েছিল। নিয়ম রক্ষার সেই ম্যাচে পোল্যান্ড ৮৬-৩৪ পয়েন্টে হারিয়েছে আর্জেন্টিনাকে।
পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে দুদল নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে ম্যাটে নামে। একতরফাভাবে খেলে ম্যাচটি জিতে নেয় ইউরোপের দল পোল্যান্ড। এই জয়ে গ্রুপপর্বে ৫ ম্যাচ খেলে ৪ হার ও ১ জয়ে পোল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট।
৫ ম্যাচের ৫টিতে হেরে কোনো পয়েন্ট সংগহ ছাড়াই এবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আসর শেষ করল টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দল আর্জেন্টিনা।
স্পোর্টস ডেস্ক : আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার ম্যাচে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচের আগে দুঃসংবাদ আছে টাইগার শিবিরে। এ ম্যাচেও একাদশের বাহিরেই থাকতে হবে অনুশীলনে মাথায় আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজকে৷ চোখে ব্যথা পাওয়া মিরাজ এখনো পুরোপুরি সেরে উঠেননি। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চোখের চিকিৎসক। তার জন্য দুঃসংবাদ, দ্বিতীয় ওয়ানডে খেলা হবে না এই টাইগার ক্রিকেটারের।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে গা গরমের জন্য ফুটবল খেলার সময় হাসান মাহমুদের শট তার চোখে আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিয়ে বসে পড়েন মিরাজ। মাঠ থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে সিটি স্ক্যান করানো হয়। সেখানে কিছু ধরা পড়েনি।
তবে পরবর্তীতে চোখের বিশেষজ্ঞ দেখানো হয়। সেখানে পরীক্ষায় দেখা যায় তার ডানপাশের চোখে রক্ত জমে ছিল। ধীরে ধীরে সেই রক্ত জমা কমছে। নিয়মিত ড্রপ দিতে হচ্ছে তাকে এবং সারাক্ষণ চোখে সানগ্লাস পড়ে থাকতে হচ্ছে।
সোমবার তার খেলার সুযোগ নেই। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের জয়ের রেকর্ড ভেঙেছে। সর্বোচ্চ দলীয় পুঁজি (৩৩৮) রান পাওয়ার পর রানের হিসেবে সবচেয়ে বড় জয় (১৮৩) পেয়েছে। দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চাওয়া বাংলাদেশ ভাঙতে চায় না উইনিং কম্বিনেশন। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নামার কথা রয়েছে তামিম ইকবাল অ্যান্ড কোং-এর।