সোমবার, ২০ মার্চ, ২০২৩, ০১:২৩:৫৭

সাকিব-লিটন অনুমতির অপেক্ষায় আইপিএল খেলতে

সাকিব-লিটন অনুমতির অপেক্ষায় আইপিএল খেলতে

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তি সনদের জন্য আবেদন করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, টপ অর্ডার ব্যাটার লিটন দাস এবং ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে খেলতে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আবেদনপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি পরিচালক জানান, আগামী ৪ এপ্রিল ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছুটি নিতে চান সাকিব ও লিটন। অন্যদিকে মুস্তাফিজুরের এই সমস্যা নেই কারণ তিনি বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য নন।

জালাল বলেন, বোর্ড অবশ্য আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। “তারা (সাকিব, লিটন ও মুস্তাফিজুর) এনওসির জন্য আবেদন করেছেন। আমরা চিঠি পেয়েছি এবং দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেব। আয়ারল্যান্ড সিরিজের একক টেস্ট থেকে ছুটি চেয়েছেন সাকিব ও লিটন। 

২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজুরকে ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। সাকিব এবং লিটনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। মানি-স্পিনিং টুর্নামেন্টটি ৩১ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে