স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ যুব ক্রিকেট দল।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বুধবারের ম্যাচটিতে যুবাদের জয়ের ভিত্তি ছিল সহ-অধিনায়ক নাজুমল হোসেন শান্ত’র ৭৩ রানের ঝকঝকে ইনিংসটিই। চারে নেমে প্রায় শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসটি টেনে নিয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যুবাদের সহ-অধিনায়ক জানালেন, জয়ের দিনে শতক না পেলেও বিন্দু মাত্র আক্ষেপ নেই তার মনে।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে আমি ৭০ করে দল জিতিয়েছি, এটাই ভালো হয়েছে। সেঞ্চুরি করতে পারিনি তো কি হয়েছে ম্যাচ তো জিতেছি। আমার কাছে দেশের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ।’
এছাড়া তিনি জানালেন তার লক্ষ্যের কথা। বলেন, ‘যে দিন থেকে ক্রিকেট খেলি লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখা।’
সাংবাদিকদের প্রশ্ন রেখে শান্ত জানান, ‘আমি সেঞ্চুরি করেও যদি দল হারে, তাহলে তো লাভ নেই। আমার পরিকল্পনা বরাবরই থাকে যে ১০০ করি, ৭০ করি বা ১০ করি, দলের জয়ে সেটা যেন কাজে লাগে।’
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর